দুর্গম পথ যাবো পেরিয়ে রঙ্গিন এক স্বপ্ন বুকে......।
পরিচিত এক পরীক্ষার্থী মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞেষ করলাম
পরীক্ষা কেমন হলো? মেয়ে বেশ আহ্লাদিত হয়ে বললো খুব ভালো। প্রশ্নতো আমি কাল রাতেই পেয়েছি!
শুনে তো আমার চক্ষু চড়কগাছ বলিস কি রে পুরো মিলে গেছে?
হ্যাঁ হুবুহু।
বললাম প্রশ্ন কই পাইলি?
বড়ভাইয়া মেসেজ কইরা দিছে।
এ মেয়ে ঢাকা বোর্ডের একটি স্কুলের ছাত্রী।
পরীক্ষার আগের রাতেই পেয়ে যাচ্ছে প্রশ্ন।এভাবেই একের পর এক ফাস হচ্ছে পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্ন এর আগে পি এস সি, জে এস সি পরীক্ষার প্রশ্নতো ছিল মানুষের হাতে হাতে।
বুঝতে পারছিনা এভাবে দায়িত্বজ্ঞানহীন হয়ে থেকে কী চায় সরকার?আর কী হবে এসব ভবিষ্যৎ এ+ ধারীদের দিয়ে যারা পরীক্ষার আগের রাতই পেয়ে যায় প্রশ্নপত্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।