নীলের বাপ
মধ্যরাতে ঘুম ভেঙ্গে গেল , পাশে হাত ছড়িয়ে দেখলাম তুমি নেই । আচ্ছা , তুমি এমন কেন গো ! মাঝে মাঝে আমাকে একলা রেখে কোথায় চলে যাও ! আমার কষ্ট হয়না বুঝি !! কথা দাও ,আর ছেড়ে যাবে না আমাকে । ভালোই তো ছিলাম এতক্ষন , আজন্ম লালিত স্বপ্ন গুলো একটু আলোর র্স্পশ পেয়ে অপরাজিতার মত ফুটে উঠেছিল । নীল নীল তারকা সখীদেরদের নিয়ে রাজকন্যা সেজেছিলাম , মাঝখানে বৃহস্পতির ভরা চাদ হয়ে তুমি ছিলে আমার রাজপুওুর !!!
সখীরা কোমর দুলিয়ে দুলিয়ে গাইছিলো
”বসন্ত বাতাসে সখীগো বসন্ত বাতাসে..”
আমারও নাচতে ইচ্ছে করছিল তোমার নাকে নাক রেখে । কিন্তু কি করব বলো , নতুন বউ , একটা লজ্জা আছে না , শুধু আড়চোখে তাকাচ্ছিলাম তোমার দিকে ,প্রান ভরে দেখছিলাম আমার নতুন জামাইকে (একটাই !) । ওমা দেখি , জামাই আমার এমন সময় ঘুমায় । আচ্ছা তুমিই বলো , এমন সময় কার না রাগ উঠবে ? আমি মন প্রাণ , কান সব খুলে বসে আছি একবার বউ ডাক শোনার জন্য আর উনি কিনা ঘুমান !! চুপিচুপি উঠে তোমার নাকে একটা ফু দিতেই .. এতো জোরে কেউ হাঁচি দেয় ! এক হাঁচিতেই আমার ঘুম , স্বপ্ন , রাজকন্যা , রাজপুএ সব শেষ আর তুমি তখন অনেক অনেক দুরে..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।