------ প্রাথমিক সমাপণী পরীক্ষায় পিছিয়ে নেই আমাদের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল `ইন্টারভিডা'
শিশুদের মুখের হাসি কেমন লাগে! আর সে যদি হয় সুবিধাবঞ্চিত শিশুর মুখ!
সে রকম চিরসবুজ হাসি ফুটে উঠেছিল ২৭শে ডিসেম্বর ২০১২, যখন প্রাথমিক শিক্ষাথর্ সমাপণী পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। ফলাফল প্রকাশের সাথে সাথে উল্লাস ছড়িয়ে পড়ে ইন্টারভিডার সকল স্কুলে।
এ বছর ফুনডাসিয়ন ইন্টারভিডা পরিচালিত ৩৭টি স্কুল থেকে ৮৯২ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৮৯২ জন সফলভাবে উত্তীর্ন হয়। মোট উত্তীর্নের হার ১০০ শতাংশ। এটা আমাদের জন্য বড় সাফল্য।
ইন্টারভিডার সকল শিক্ষার্থীই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসে পড়াশোনার সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য যে, ঢাকার বস্তি এলাকার একটি বিদ্যালয় থেকে ৪৭ জন সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে, এই ৪৭ জনের মধ্যে ২৬জনই এ প্লাস (A+) পেয়ে সমাপনী পরীক্ষায় উত্তীর্ন হয়। উক্ত ৮৯২জন শিক্ষার্থীই সুবিধাবঞ্চিত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত।
১৯৯৯ সাল থেকে স্পানিশ এই আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশে সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের জন্য কাজ করে যাচ্ছে। ইন্টারভিডার শিক্ষা বিভাগ বিদ্যালয়গুলো পরিচালনা করে থাকে ।
ফুনডাসিয়ন ইন্টাভিডার জন্ম ২৪ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে স্পেনের বার্সেলোনাতে । এটি একটি উন্নয়নে সাহায্যকারী অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, যাতে করে তারা সম্মানজনক জীবনের অধিকারী হয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।