সালাম।
লেখার শুরুতেই বলতে চাই এতে কিছু এ-ডাল্ট প্রতিবেদন প্রকাশ করা হবে, নিজ দায়িত্বে পড়বেন। এটি প্রতিবেদন কিংবা নিজস্ব অভিজ্ঞতা সম্পন্ন টিউন। Techtune TOS 1.18-1.27
সময় ২০১১ সন
প্রথম নেট নিলাম, অনলাইনে আয় করার জন্য প্রচুর টিউন পড়া শুরু করলাম। পিটিসি, এম.এল.এম কিছুই বাদ দিলাম না।
কিছু কাজের কাজ কিছুই হল না । তারপর অয়েভ ডেভ্লপিং শিখতে শুরু করলাম। এই বিষয়ে বেশ দক্ষও হয়ে উঠলাম, থিম ফরেস্টে নিজের ওয়ার্ডপ্রেস থিম বিক্রি করে ৫০০ ডলার আয় করলাম ৫০০x75=37500tk. নতুন ল্যাপটপ কিনলাম। থিম ফরেস্টে থিম আর বিক্রি হচ্ছে না। নতুন ডিজাইন আসা তে তাই আমার থিম আর চলে না।
২০১২ সন
নেটে প্রায়ই এ-ডাল্ট দেখা হয়। একসময় বিরক্তের চরম সীমায় চলে গেলাম। যদি নিজের একটা সাইট থাকত!!! তারপর মাথায় গামছা বেধে নেমে পরলাম নিজের এ-ডাল্ট সাইট বানানোর জন্য।
#বিভিন্ন স্ক্রিপ্ট ব্যবহার করতে শুরু করলাম। কাজ হচ্ছে না।
বেশির ভাগই bugged অথবা ঠিক মত কোডিং এর অভাবে কোন মতেই কাজ করছে না।
# phplemon দিয়ে বানানোর চেষ্টা করলাম, প্রথমে ভিডিও ডাউন লোড করে আপ্লোদ দিলাম, দেখলাম কিছু দিনেই আমার ১ জিবি হোস্টিং এ ২ এম্বি খালি আছে। রাগে দূঃখে সাইট ভেঙে দিলাম। যেহেতু আমি ওয়েভ ডেভ্লপার তাই জানি CMS ছাড়া আর কিছুই stable হবে না। কিন্তু তাকে কিভাবে এ-ডাল্ট সাইটে বানানো যায়।
অনেক কষ্টের পর পারলাম, যেমন তেমন নয়। এক্কেবারে সেরা সাইট। ভিজিটরের টাল দেখে কে? আর সাইটের ভিডিও প্রতি ঘণ্টায় ঘন্টায় আপডেট।
কি করলাম?
#সাইট যেহেতু CMSএ বানানো তাই ক্র্যাশ কিংবা বাগিং এর ঝামেলা কিছুই নেই।
#১ জিবি হোস্টিং, সাইটে ৫০০০+ ভিডিও থাকার পরও মাত্র ৬০ mb জায়গা খরচ!!!!!!!!!!!!
# সাইটে একটা রোবট বসালাম যেটা বড়বড় এ-ডাল্ট সাইট থেকে ক্যাটাগরি বেইসড ভিডিও কালেক্ট করে আমার সাইটে দেখায়, ফলে আমার সাইট থেকে কখনও ভিজিটর অন্য সাইটে রিডাইরেক্ট হয় না।
#সাইটের স্পীড দেখে মনে হয় আমার সাইট আমাজনের ক্লাউড এ আছে, যদিও বাংলাদেশি প্রোভাইডারদের থেকে নেওয়া।
#bandwidth বেশি থাকায় সমস্যা হচ্ছে না। হাজার হাজার এমবি চলে যাচ্ছে।
টাকা কামানো শুরুঃ############################################
যেহেতু সাইটে রোবট বসিয়ে দিয়েছি তাই কিছুর জন্য চিন্তা করতে হয় না। খালি সপ্তায় একবার দেখি সব কিছু ঠিক মত চলছে কিনা।
কিছু এডফার্মের সাথে রেজিস্টার করে এড দেখানো শুরু করি, দিনে ১০ ডলার আসে আমার সাইট থেকে। যেহেতু এই টাকায় আমার পোষাচ্ছিল না তাই নতুন বুদ্ধি নিয়ে কাজে নামি।
২০১৩ ১ জানুয়ারী
সাইটের ক্লোনিং করা শুরু করি । একসাথে ১০ টা সাইট ক্লোনিং করে , advertisement এ মাদার সাইট কে রাখি । এভাবে ১১ সাইটের মধ্যে বিস্তর জাল সৃষ্টি করি।
৫০০০000০ ভিজিটর ঘুরে ফিরে আমার সাইটেই ভিজিট করে। এটি একটি ব্লাক হ্যাট ট্রিক।
বিস্তর টাকার মাসিক ইনকামঃ######################################
যেহেতু এ-ডাল্ট সাইট তৈরি করেছি তাই ভিজিটর SEO নিয়ে কিছুই করতে হয় নি। ভিজিটর আপনা আপনি চলে আসছিলো, শুধু তাদেরকে ধরে রাখার জন্য আমার ১১ টা সাইটের theme একেক রকম, বুঝার উপায় নেই সব গুলোর মালিক আমি নিজেই।
দিনে আমার একটি সাইট হতে আয় হয় ১০ $ . এগারটি থেকে আয় হয় ১১০ $ মাসে ৩৩০০$ . এটি নূন্যতম হিসাব।
অনেক দিন ২০ $ পর্যন্ত আয় হয় (each) এখন টাকাটিwestern union অথবা HSBC এর মাধ্যমে তুলি। তারপর লোকালি ডলারকে টাকায় ভাঙিয়ে দেখি টাকার পরিমান ২লক্ষ ২০ হাজার থেকে ২লক্ষ ৭০ হাজারের কিছু কছাকাছি। এর জন্য আমার থেকে দামি সার্ভার কিনবা এড দেখাতে হয় নি। শুধু বুদ্ধি খাটিয়েই আমি ১বছরের মাথায় Alleon গাড়ি কিনলাম। নিচে আমার টাকা আয়ের হিসাব দেখানো হল
Minimum
10$x11site=110$per day
110$x30=3300$
3300$x80=264000৳ converted to taka locally.
Payment Proofs
দুটো কোম্পানি থেকে আমি western union এর মাধ্যমে মোট ১২ কিস্তিতে টাকা তুলি, তারপর দেশীয় ব্রোকারের সহায়তায় বাংলাদেশি টাকায় পরিনত করি ।
প্রতি ডলার ৮০-৮২ টাকায় বিক্রি করি।
টেকটিউন্সের নীতিমালা অনুসরন করে কোন প্রকার ডাটা দিলাম না। না হলে সাইটের লিঙ্ক দিতাম। আমার বাদ বাকি সব ক্লোন সাইট বিক্রি করে দিয়েছি। অনেকেই বলে অনলাইনে নাকি টাকা কামানো যায় না।
তাদের মত গাধা আমি জীবনে দেখি নাই। কারন বুদ্ধি থাকলে যে কোন কিছু করা যায়। অনলাইনে বিভিন্ন সাইট আপনাকে ট্রাফিক দেওয়ার জন্য হা করে বসে আছে। তাই আপনি কেন একটি সাইট বানিয়ে ট্রাফিক দিবেন না??? বিনিময়ে টাকা তো পাচ্ছেন ই। এরকম বাংলাদেশি হাজার হাজার মানুষ আছেন যারা শুধু মাত্র ব্লগিং করেই টাকা আয় করেন।
তাদের মূল মন্ত্র হল ট্রাফিক!!!!!
আমার এই পোস্ট আমি ছাত্রদের জন্য উৎসর্গ করলাম, যারা বেকারত্বের যাতা কলে নিষ্পেষিত।
ভাই কেও উলটা পালটা কমেন্ট করবেন না। Got it এবং এর জন্য google Adsence মাথা থেকে বাদ দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।