রামসাগর রেস্ট হাউজে সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে এ সভা চলে বিকাল সোয়া ৫টা পর্যন্ত।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. শহীদুল আলম এবং বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী যশোবন্ত সিং নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সভা শেষে বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. সফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বৈঠকে উভয় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, চোরাচালান ও মাদক পাচার রোধ, সীমান্ত অপরাধ দমনে পরস্পর সহযোগিতা বৃদ্ধি এবং দিনাজপুর এলাকায় দুই বাহিনীর মধ্যে আন্তরিকতা ও যোগাযোগ বৃদ্ধিতে ঐকমত্য পোষণ করা হয়।
এছাড়া উভয়পক্ষ সমন্বিত টহল কার্যক্রম জোরদারসহ নিয়মিত পতাকা বৈঠকের ব্যাপারেও একমত প্রকাশ করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।