আমাদের কথা খুঁজে নিন

   

পরকীয়া ভাইরাসে বিচ্ছিন্ন সংসার

পরকীয়া ভাইরাসে বিচ্ছিন্ন সংসার - যাযাবর জীবন কেমন যেন এক আদিম যুগে চলে যাচ্ছি আমরা কিংবা হয়তো এটাই এ যুগের আধুনিকতা আমার বোধগম্য হয় না তাই হয়তো অচল আমি এ যুগের জন্য। পরকীয়ার পতঙ্গ আজ ডানা মেলে দিয়েছে আকাশে ভাইরাসের জীবাণু ছড়িয়ে দিচ্ছে বাতাসে পরকীয়ার ভাইরাস ডানা মেলে পতঙ্গের মতন জ্বালিয়ে পুড়িয়ে সংসার সব মেতেছে ধ্বংসের খেলাতে। পার্থক্য কি সহবাসে আর পরকীয়া সম্পর্কের সঙ্গমে? দেহের সাথে দেহের মিলন, সংজ্ঞায় বলে এটাই রমণ বিধাতা বেঁধে দিয়েছে বিবাহ নামক মধুর এক বাঁধনে পুরুষ আর রমণী জোড়া বেঁধে দুজন দুজনে। তবু আজ পরকীয়ার পতঙ্গ ওড়ে আকাশে বাতাসে ধ্বংসের লীলাখেলায় মত্ত হয়ে কি লাভ হচ্ছে একের পর এক সম্পর্ক ছিন্ন? পুরুষ আর রমণী দেহ দুটোই তো শুধু ভিন্ন আমার পছন্দ মোটা দেহ কিন্তু আমার সে যে চিকন আমারটা উনি বড়ই খাটো আর সে অনেক লম্বা তখন দেখতে দুটি দেহ হয়তো অন্যরকম তবে মনটা তো সবারই একই রকম স্বামী স্ত্রীর পরস্পরের ভালোবাসায় পূর্ণ; তবে কেন করে যাই ভাইরাসের পতঙ্গ উড়িয়ে মনটাকে পাপে পূর্ণ? আত্মহননের সর্বনাশের পিছু এ অর্বাচীন ছোটাছুটি কিসের জন্য? দুটি সংসারে কতগুলো মানুষ জড়িত ভালোবাসাবাসি আর মমতার বাঁধনে জানাজানি হবার পর থেকে সব হয় ছিন্নভিন্ন এই পরকীয়া ভাইরাসের আক্রমণে। তবে এ সর্বনাশা নেশার বলি হয়ে দুটি ঘর ভাঙ্গা কিসের জন্য? কখনো ভেবে দেখেছি কি মনের ভেতর থেকে একটিবারের জন্য?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।