পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো বলেছেন, তালেবানরা পাকিস্তানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সিন্ধু প্রদেশে দুই সপ্তাহব্যাপী সংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন গতকাল শনিবার তিনি এ কথা বলেন।
বিলওয়াল বলেন, তালেবান পাকিস্তানে সন্ত্রাসবাদের আইন জারি করতে চায়। তবে তালেবানের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি পাকিস্তানে বাস করতে চান তাহলে আপনাদের এর সংবিধান মানতে হবে।
তিনি আরও বলেন, আমরা সন্ত্রাসবাদের আইন মানবো না। কেউ কেউ ইসলামের নামে দেশকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।