ধর্ম যার যার , বাংলাদেশ সবার
বাংলাদেশের জামাত ঘরানার জঙ্গীদের শিক্ষনীয়ঃ
দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার মধ্যরাতে খাইবার পাখতুনখওয়া প্রদেশের দেরা ইসমাইল খান শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালানো হয়।
পুলিশ প্রধান সোহেল খালিদ বলেন, বোমা হামলার পর সন্ত্রাসীরা মেশিন গান নিয়ে নির্বিচারে গুলি ও গ্রেডেন ছুঁড়তে থাকে।
এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয় তাদের। এতে ৬ জন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১২ জন নিহত হয়েছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, কারাগারটিতে বন্দি থাকা বেশিরভাগই তালেবান ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনগুলোর সদস্য ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ৭০ জনের মতো হামলাকারী পুলিশের পোশাক গায়ে দিয়ে এ হামলা চালায়।
শহরের সিভিল কমিশনার মুশতাক জাদুন বলেন, ‘আত্মঘাতী ও পেতে রাখা বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ৩০ জন চরমপন্থি জঙ্গিসহ ২৪৩ জন জঙ্গি পালিয়ে গেছে। ’
তবে ১৪ জনকে ফের গ্রেফতার করার দাবি করেছে প্রশাসন। এছাড়া, ওই এলাকায় কারফিউ জারি করে বাকি বন্দিদের ধরতে জোরালো অভিযান চালানো হচ্ছে।
অবশ্য পুনরায় তাদের আটক করা বেশ কঠিন হবে বলেই মনে করছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।