“অবিলম্বে সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণীর” দাবীতে ১৬ ফেব্রুয়ারী ২০১৪ তারিখ সকাল ১১ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, অরুনোদয়ের তরুণ দল যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকল অনুষদের সামনে এক কর্মসূচীর আয়োজন করে
হেলাল আহমেদ বলেন, একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী। তামাকজাত দ্রব্যের মোড়কে স্বাস্থ্য ক্ষতির ছবি মানুষকে তামাক ব্যবহারে নিরৎসাহিত করবে। আর তাই কোম্পানিগুলো ছবিসহ সতর্কবানী বিষয়টি ঝুলিয়ে রাখতে, বিভ্রান্তকর প্রচারণা শুরু করেছে। সরকারকে তামাক কোম্পানির ভ্রান্ত প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, ছবিসহ সতর্কবানী প্রদানে বিষয়টি বাস্তবায়নে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা চুড়ান্ত জরুরি। সেই সাথে তামাকজাত দ্রব্যের মোড়কের ছবি চুড়ান্ত, আইন বাস্তবায়নে মনিটরিং কর্মকর্তা নিয়োগ ও দক্ষতা বৃদ্ধির মতো কার্যক্রমগুলোও স্বল্প সময়ে সম্পন্ন করতে হবে।
প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদের সভাপতিত্বে উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সেক্রেটারি এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ইকো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার অনুতোষ চ্যাটার্জি, পরিবেশকর্মী সৈয়দ সাইফুল আলম, অরুণোদয়ের তরুণ দলের নির্বাহী পরিচাল শহিদুল ইসলাম বাবু, ডাব্লিউবিবি ট্রাস্টের সহকারি প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার রিনি, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সদস্য মো: শিথিল ও তামাক নিয়ন্ত্রণকর্মী ইমান উদ্দিন ইমন প্রমূখ। অনুষ্টানটি সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের সহকারি নেটওয়ার্ক কর্মকর্তা আক্তারুজ্জামান স্বপন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।