আমাদের কথা খুঁজে নিন

   

সমকামী এলেন পেইজ

হলিউড রিপোর্টারের দেওয়া খবর অনুযায়ী, সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত সমকামীদের এক সেমিনারে এ ঘোষণা দেন পেইজ।

২৬ বছর বয়সী পেইজ আরও বলেন, নিজের আসল পরিচয়কে আর গোপন রাখতে চান না তিনি। এতদিন ধরে সামাজিকতার ভয়ে মুখ না খুললেও এবার নিজের সমকামী পরিচয় প্রকাশ করছেন তিনি।

পেইজের মতে, তার এই পদক্ষেপ বিশ্বব্যাপী অনেক সমকামী মানুষকে নিজের পরিচয় তুলে ধরতে সাহায্য করবে ও সাহস দেবে।

সেমিনারে এক বিবৃতিতে পেইজ বলেন, “আজ এই সেমিনারে এসেছি কারণ আমি নিজেও একজন সমকামী।

আশা করছি সমকামীদের মঙ্গলের জন্য আমি কিছু করতে পারব। আমি এ ধরনের মানুষকে সাহায্য করতে চাই, যেন তারা স্বাভাবিক জীবন নিয়ে বাঁচতে পারে। ”

পেইজ আরও বলেন, “একজন সমকামী হিসেবে আমি নিজে অনেকটা সময় ধরে সমাজের সঙ্গে যুদ্ধ করেছি। আমার মানসিকতা এবং চারপাশের সবকিছু হয়েছে ভুক্তভোগী। তবে আজ আমি সবার সামনে এই সত্য প্রকাশ করছি।

বেশ কয়েকজন সমকামী তারকার প্রশংসাও করেন পেইজ, যারা কোনো বাধা-বিপত্তির কথা না ভেবে নিজের আসল পরিচয়কে তুলে ধরেছেন। এদের মধ্যে রয়েছেন, ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ খ্যাত অভিনেত্রী লাভেরনে কক্স, ফুটবলার মাইকেল স্যাম, কানাডিয়ান রক গায়িকা তেগ্যান এবং সারা কুইন।

এদিকে পেইজের এই বিবৃতি ঝড় বইয়ে দিয়েছে হলিউডে। একদিকে যেমন নিন্দুকেরা সমালোচনা করতে ছাড়ছেন না, তেমনি অন্যদিকে বেশ কয়েকজন তারকা প্রকাশ্যে পেইজকে সমর্থন জানান।

টুইটারের মাধ্যমে অনেকে পেইজের এই বক্তব্যের প্রশংসা করেছেন।

অভিনেত্রী ক্রিস্টেন বেল টুইট করেন, “এলেন পেইজের বক্তব্য শুনে সত্যিই ভালো লেগেছে। তার কথায় ফুটে উঠেছে সততা। সে আসলেই একটি উজ্জ্বল নক্ষত্র। ”

আরও বেশ কয়েকজন সমকামী তারকা প্রশংসা করেন পেইজের এই বক্তব্যের।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।