আমাদের কথা খুঁজে নিন

   

জিতেও শেষ আটের অপেক্ষায় তরুণ ক্রিকেটাররা

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের শীর্ষে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট করে।

আগামী বুধবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে খেলবে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরে গেলে আর নামিবিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতলে তিন দলেরই পয়েন্ট হয়ে যাবে চার।

সেক্ষেত্রে নেট রান রেটের ওপরে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের দুই দল।

বাংলাদেশের রান রেট +.৯২৪, অস্ট্রেলিয়ার +.৬৫০ ও আফগানিস্তানের -.০৩১।

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়াম নার্সারি ১-এ টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩৩ রান করে বাংলাদেশ।

জয়রাজ শেখের (২২) সঙ্গে ৫৫ ও লিটন দাসের (৩১) সঙ্গে ৫১ রানের দুটো ভালো জুটি গড়া সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ৬৫ রান। আগের ম্যাচে শতক করা সাদমানের ১০৯ বলের ধীরগতির ইনিংসে চার মাত্র তিনটি।

তবে মোসাদ্দেকের চমৎকার ব্যাটিং লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় বাংলাদেশকে।

নাজমুল হোসেনের (২২) সঙ্গে ৫৭ রানের জুটি গড়া মোসাদ্দেক অপরাজিত থাকেন ৭০ রানে। ৭৬ বলের ইনিংসটিতে ছিল চারটি চার।

জবাবে জ্যান্ডার পিচার্স ৪০, অধিনায়ক গেরহার্ড এরাসমুস ৩৭ ও জাঁ কোৎসা ৩৫ রান করলেও ৪৯ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া।

বাংলাদেশকে সহজ জয় এনে দিতে বল হাতে সমান অবদান বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান (৩/২৪) ও অফস্পিনার মোসাদ্দেকের (৩/২৯)।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.