যদিও বাকি সবাই প্রাইজ মানি অনেক আগেই পেয়ে গেছেন।
এ প্রসঙ্গে মিরোনা বলেন,“দ্য বিগ বাংলা রানের দেয়া চেক চার বার ব্যাঙ্ক থেকে ফেরত এসেছে। এই টাকা কখনো পাবো কিনা জানি না।
“এই টাকার জন্য আমি অনেক বার তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাকে খুলনায় গিয়ে তাদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
কিন্তু সেখানে গিয়েও টাকা পাইনি। ”
পুরুষ বিভাগে প্রথম হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর জামরুল ইসলাম টাকা পেয়েছেন ঠিকই, কিন্তু অনেক কাঠ-খড় পুড়িয়ে। তিনি বলেন, “প্রাইজ মানির টাকার জন্য আমাকে অনেক ঘুরতে হয়েছে। দুই মাস ঘুরে শেষ পর্যন্ত টাকা আদায় করতে পেরেছি। সেনাবাহিনীর পরিচয়টাকেও ব্যবহার করতে হয়েছে।
আর এটাই দ্রুত অর্থ পেতে সাহায্য করেছে। ”
বিগ বাংলার বিপণন বিভাগের পরিচালক সালেকিন হাসান জানান, “কিছু সমস্যার জন্য আমরা মিরোনাকে তার প্রাইজ মানির টাকা দিতে পারিনি। আশা করি ২৫ জুলাইয়ের মধ্যে তার টাকা দিয়ে দিতে পারবো। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।