আমাদের কথা খুঁজে নিন

   

সেনা নেমেছে ৯৭ উপজেলায় ভোট কাল

চতুর্থ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনকে সামনে রেখে ৪০ জেলার ৯৭ উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। গতকাল থেকেই ৫ দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে থাকছেন তারা। এ ছাড়া গত মধ্যরাতেই শেষ হয়েছে মিছিল-মিটিংসহ সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা। একই সঙ্গে বন্ধ রয়েছে সব ধরনের অননুমোদিত যান্ত্রিক যান চলাচল।

এদিকে আজ সকাল থেকেই ভোটকেন্দ্রে যাবে নির্বাচন সামগ্রী।

আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রথম ধাপে ৯৮টি উপজেলার ভোট দিয়ে এ উপজেলা নির্বাচন শুরু হবে কাল। এর মধ্যে ৪০ জেলার ৯৭ উপজেলায় ভোট হবে ১৯ ফেব্রুয়ারি। একটিতে ভোট হবে ২৪ ফেব্রুয়ারি। প্রথম ধাপে তিন পদে এসব উপজেলায় মোট ১ হাজার ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৪৩২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩২৯ জন। গতকাল সুজন সংবাদ সম্মেলন করে বলেছে, প্রথম ধাপের প্রার্থীদের মধ্যে ১২২ জনের বিরুদ্ধে বর্তমানে মামলা রয়েছে। মোট ভোটার ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ লাখ ৯১ হাজার ৫৩৭ জন, মহিলা ভোটার ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬ হাজার ৯৯৫টি, ভোটকক্ষ ৪৩ হাজার ২৯০টি।

প্রিসাইডিং অফিসার প্রতি ভোটকেন্দ্রে একজন করে ৬ হাজার ৯৯৫ জন। সহকারী প্রিসাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য একজন করে মোট ৪৩ হাজার ২৯০ জন। পোলিং অফিসার সংখ্যা ৮৬ হাজার ৫৮০ জন দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা বাহিনী : সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সেনাবাহিনী নির্বাচনের আগে ও পরে মিলিয়ে মোট পাঁচ দিন তারা নির্বাচনী দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে তারা।

প্রতি উপজেলায় ১ প্লাটুন করে সেনাবাহিনীর সদস্য টহল দেবে। পাশাপাশি প্রতি উপজেলায় সেনাবাহিনীর দুই থেকে তিনটি গাড়ি থাকবে। সঙ্গে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার ও একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। এ ছাড়া মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত পরিমাণ র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। প্রতি কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (মহিলা ৪, পুরুষ ৬ জন) এবং আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে।

পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল ও হাওর এলাকায় এ সংখ্যা শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে দুজন হবে। পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল ও হাওর এলাকায় এ সংখ্যা শুধু পুলিশের ক্ষেত্রে দুজন হবে। ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৩৮৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

এ নির্বাচনে ব্যয় : কয়েক ধাপে উপজেলা নির্বাচন করায় অপেক্ষাকৃত নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যয় বাড়ছে। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব (বাজেট) এনামুল হক জানান, প্রথম দুই ধাপের জন্য ইতোমধ্যে ৬৪ কোটি টাকার মতো অর্থ ছাড় দেওয়া হয়েছে।

উপসচিব শাহজাহান খান বলেন, দুইশ কোটি টাকার মতো এ নির্বাচনে ব্যয় হতে পারে। তবে সব কিছু নির্ভর করে পরিস্থিতির ওপর। একই জেলায় কয়েক দফায় ভোট হওয়ায় খরচও বাড়ছে।

নির্বাচন কমিশনারের স্বাক্ষর জালের অভিযোগ! : নির্বাচন কমিশনার আবদুল মোবারকের স্বাক্ষর জাল করে ভোট এলাকা স্থানান্তরের চেষ্টা করেছেন তার গানম্যান ও ইসির এক কর্মকর্তা। ইসি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এক ভোটারের এলাকা পরিবর্তনের আবেদন নিয়ে ভোটার তালিকা প্রকল্পে যান নির্বাচন কমিশনার আবদুল মোবারকের গানম্যান ও সংশ্লিষ্ট ভোটার।

কিন্তু ওই আবেদনে আবদুল মোবারকের সুপারিশের স্বাক্ষর দেখে সন্দেহ করেন ভোটার তালিকা প্রকল্পের কর্মকর্তারা। একজন কর্মকর্তা স্বাক্ষরটি পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলে প্রকল্প পরিচালকের রুমে গেলে, সংশ্লিষ্ট ভোটার তার আবেদন কপি কর্মকর্তার টেবিল থেকে নিয়ে পালিয়ে যান। এ সময় কমিশনারের গানম্যানও দ্রুত প্রকল্প অফিস ত্যাগ করেন। বর্তমানে ওই ভোটার ঢাকার ধানমন্ডি এলাকায় রয়েছেন, তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যেতে চান। জানা গেছে, এই ঘটনার সঙ্গে কমিশনার আবদুল মোবারকের দফতরের এক কর্মকর্তাও জরিত আছেন।

পঞ্চম দফা নির্বাচন ৩১ মার্চ : চতুর্থ উপজেলা নির্বাচনের পঞ্চম দফায় ৮৬টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। চলতি সপ্তাহের যে কোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে কমিশন। এ তফসিলের মধ্য দিয়ে চতুর্থ উপজেলা নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.