সোমবার রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গায়ংজু শহরের মাওনা ওশান রিসোর্টে বুসান বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক কনসার্ট চলাকালে এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার সময় অন্তত ৫৬০ জন ওই মিলনায়তনের ভেতরে ছিলেন।
নিহতদের মধ্যে অন্তত নয়জন ওই বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ১০ জন নিহত হওয়ার বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। আরো ১০১ জন বিভিন্নভাবে আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক শিক্ষার্থী দক্ষিণ কোরিয়ার ওয়াইটিএন চ্যানেলকে বলেন, “হঠাৎ দেখি মঞ্চের কাছকাছি ছাদ ভেঙে পড়তে শুরু করল। এরপর মিলনায়তনের ভেতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং সবাই চিৎকার করতে করতে একসঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করে। ”
ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, অতিরিক্ত তুষার জমে ওই মিলনায়তনের ছাদ ধসে পড়ে। বিরূপ আহাওয়ার কারণে উদ্ধার কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে।
গত এক সপ্তাহ ধরেই ওই এলাকায় প্রচণ্ড তুষারপাত চলছে।
নিয়ম অনুযায়ী মিলনায়তনের ছাদের বরফ পরিষ্কার করা হয়নি বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।