আমাদের কথা খুঁজে নিন

   

অভিযোগ নিয়ে ইসিতে বিএনপি

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলেও বুধবার শুরু হতে যাওয়া ‘নির্দলীয়’ উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরাও অংশ নিচ্ছেন।  

আর এ নির্বাচনে কমিশন ‘যথাযথ ভূমিকা নিচ্ছে না’ অভিযোগ করে ইসিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।

এ বিষয়ে ফখরুলের একটি চিঠি মঙ্গলবার কমিশন কার্যালয়ে পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কমিশনের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলামের কাছে চিঠি পৌঁছে দিয়ে রিজভী সাংবাদিকদের বলেন, “বর্তমান নির্বাচন কমিশন নির্বিকার, নিলিপ্ত।

যদি এই কমিশন কিছুটা হলেও নিজেদের স্বাধীন মনে করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে এ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

“যদি ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটে, জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। ”

রিজভী জানান, ৫ জানুয়ারির ‘তামাশা’র নির্বাচনের আগে ও পরে যে ‘গুম, গণহত্যা, ও গণগ্রেপ্তার’ হয়েছে- তা তুলে ধরা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লেখা ওই চিঠিতে।

“এই নির্বাচনকে কেন্দ্র করেও একইভাবে দলের প্রার্থীদের বাড়িতে আক্রমণ, লুটপাট, নারী ও শিশুদের ওপর নির্যাতন চলছে।

দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা পালিয়ে বেড়াচ্ছেন। সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব ইসির; সে দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছে না। ”

এর আগে দলের বিভিন্ন সংবাদ সম্মেলন ও সভা-সমাবেশে এ বিষয়গুলো তুলে ধরা হলেও ইসি ‘নির্বিকার’ থেকেছে বলে মন্তব্য করেন রিজভী।

বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু ও কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির চিঠির বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও সোমবার নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, “দলীয় নির্বাচন না হলেও সমর্থন দিচ্ছে দলগুলো। কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। সেক্ষেত্রে ঢালাও কোনো অভিযোগ করলে অসুবিধা হয়, সুনির্দিষ্ট অভিযোগ করতে হবে। ”

এর আগে দশম সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দলের কাউন্সিলের জন্য সময় চেয়ে ১৩ সেপ্টেম্বর ইসিতে চিঠি দিয়েছিলেন।

আর পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের সময় ‘নালিশ’ নিয়ে ইসিতে এসেছিল তৎকালীন বিরোধী দল বিএনপি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.