সঞ্জুবাবা খ্যাত বলিউডের জনপ্রিয় ও সমালোচিত অভিনেতা সঞ্জয় দত্ত প্যারোলে আরও এক মাসের জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে ১৯৯৩ সালে মুম্বাই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু শুধু অবৈধ অস্ত্র বহনের দায়ে তার পাঁচ বছরের সাজা হয়েছে। তিনি ভারতের পুনের যেরাওয়াড়া কারাগারে সাজা ভোগ করছিলেন।
গত জানুয়ারিতে স্ত্রী মান্যতার অসুস্থতার জন্য তিনি প্যারোলে এক মাসের জামিন পান, যার মেয়াদ শেষ হচ্ছে ২১ ফেব্রয়ারি।
এরই মধ্যে সঞ্জয় দত্তের স্ত্রী একই কারণে তার স্বামীর আরো এক মাসের জামিন চেয়ে আবেদন করেন। মঙ্গলবার সেই আবেদন গ্রহণ করেছেন বিভাগীয় কমিশনার।
কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অনুযায়ী এ বছরে এটিই সঞ্জয় দত্তের জন্য শেষ প্যারোল জামিন। এক বছরে দুইবারের বেশি প্যারোলে জামিনের বিধান নেই ভারতের কারা আইনে।
সম্প্রতি মুম্বাইয়ে সার্জারি করিয়েছেন সঞ্জয়ের স্ত্রী।
তার দেখভালের জন্য লম্বা ছুটির প্রয়োজন। তাই তিনি প্যারোলে জামিন নিয়েছেন বলে জানিয়েছেন সঞ্জয় দত্ত।
উল্লেখ্য, এরই মধ্যে ১৮ মাস জেলের ঘানি টেনেছেন তিনি। বাকি রয়েছে ৪২ মাস। মুম্বাই বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্ট অবৈধ অস্ত্র ধারণসংক্রান্ত মামলায় সঞ্জয় দত্তের বিরুদ্ধে পাঁচ বছরের জেল দেন ভারতের সুপ্রিম কোর্ট।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।