আমাদের কথা খুঁজে নিন

   

৫০টি রোমান্টিক মুহূর্ত

১/ একসাথে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা...।
২/ ফিস ফিস করে কথা বলা...।
৩/ একে অপরের জন্যে রান্না করা...।
৪/ হাত ধরে হাটা...অথবা বৃষ্টিতে একসাথে হাটা...।
৫/ একে অপরের জন্যে না জানিয়ে জামা-কাপড় কেনা, পারলে ধৌত করে দেয়া।


৬/ একে অপরের জন্যে উপহার কেনা...।
৭/ প্রায়'ই গোলাপ উপহার দেয়া...।
৮/ পছন্দের কোন সেন্ট ব্যাবহার করা যখন...তারা এক সাথে থাকে।
৯/ মাঝ রাতে সমুদ্র সৈকতে হাটা...।
১০/একে অপরের জন্যে কবিতা লেখা...।


১১/ পাবলিক প্লেছে এ কানে কানে বলা আই লাভ ইউ...।
১২/বলুন তাকে ভালবাসেন যদিও সে বুঝুক আর না বুঝুক তবুও বলবেন...।
১৩/ কাব্বিক/ফুল/ চকলেট ইত্যাদি উপহার দেওয়া...।
১৪/ তাকে বলুন, সেই আপনার জীবনের একমাত্র মেয়ে/ছেলে
যাকে আপনি চান...। মিথ্যা বলবেন না ।


১৫/ যতটুকু সম্ভব একসাথে সময় কাটানোর চেষ্টা করা...।
১৬/দুজন জনের চোখে চোখ রাখা...।
১৭/তাকে জড়িয়ে ধরে রাখা...।
১৮/ যখন কোথাও যাবেন তখন একে অন্যের সাথে মজা করা...।
১৯/বিভিন্ন ভালবাসার ছোট্ট ছোট্ট কথা কাগজে লিখে তাদের পকেটএ
ভরে দিবেন যাতে সে না দেখে...।


২০/রিং কিনে দেওয়া...।
২১/এক সাথে গান গাওয়া বা শোনা।
২২/সব সময় তাকে বেশি গুরুত্ব দেয়া...।
২৩/রাতের খাবার সম্ভব হলে একসাথে খাওয়া...।
২৪/তার হাত ধরা, সাথে সাথে তার চোখ ঠোট এর দিকে স্থির
দৃষ্টিতে তাকানো এবং আপনার হৃদয়ে স্থান করে নেওয়া...।


২৫/বিশেষ দিনে একটু আলাদা ভাবে উইশ করা...।
২৬/না জানিয়ে শপিং এ নিয়ে যাওয়া...।
২৭/একসাথে জোছনা দেখা...।
২৮/আরেকটা কিউট ব্যাপার ," আমি তোমাকে ভালবাসি " এই
কথাটি কাগজে লিখে তার সামনে আয়নার ভিতর লেখাটি দেখান...।
২৯/অজুহাত দেখাবেন ৫ মিনিট পর পর ফোন করার...।


৩০/আপনি হাজার কাজের মাঝে ব্যস্ত আছেন কিছু করতে পারতেছেন না।
শুধু তাকে একবার ফোন করে বলা, '' i love u...।
৩১/ছুটিতে থাকা অবস্থায় তাকে ফোন করে বলা,
আপনিও এই রকম ছুটির সময়ে তার সাথে কাটাতে চান...।
৩২/সবসময় আপনার স্বপ্নের কথা তাকে জানান এবং এইটা সম্পর্কে কথা বলা...।
৩৩/আপনি ওইখানে নেই কারন আপনি তাকে মিস করছেন...।


৩৪/আপনার মনের ভিতরের কোন গোপন কথা থাকলে তাকে তা বলে ফেলুন...।
৩৬/পারলে তার চুলে তেল দিয়ে দিন, আঁচড়িয়ে দিন ।
৩৭/তার বন্ধুদের সাথে সময় দেয়া সে থাকাকালিন(সব সময় না)...।
৩৮/একসাথে একে অপরের জন্যে প্রার্থনা করা...।
৩৯/সে যদি কোন রোমান্টিক মুভি দেখতে লাইক করে দুই জন একসাথে বসে দেখেন।


৪০/একবার সময় বের করে সমুদ্র,পাহাড়,,জঙ্গলে ঘুড়তে যান।
৪১/আপনার সুখের মুহূর্ত গুলো তার সাথে শেয়ার করা,এমনকি দুখের সব মুহূর্ত গুলো।
৪২/একে অপরের জন্যে নিজেদেরকে উৎসর্গ করা
৪৩/একে অপরকে সব সময় ভালবাসা।
৪৪/ তাকে বুঝাবেন যে আপনি তাকে ছাড়া একটি সেকেন্ডও থাকতে পারতেছেন না...।
৪৫/পারলে অন্য ভাষায় কিছু ভালবাসার কথা বলা...।


৪৬/তার জন্যে পারলে গান ডেডিকেট করা রেডিও তে...।
৪৭/কথা বলতে বলতে ঘুমিয়ে যাওয়া...।
৪৮/কেউ কোন খারাপ কথা বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো...।
৪৯/একে অপরের থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যৎএ সেই শিক্ষা কাজে লাগান...।
৫০/কোন প্রকার মিথ্যে কথা না বলা...।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.