আমাদের কথা খুঁজে নিন

   

সংগ্রহে রাখার মত ৫০টি আকর্ষনীয় ছবি

১. ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডন। ২. মিডিল প্রফাইল। . ৩. পানি পানরত দুই সিংহ। ৪. এক একাকী বৃক্ষ। ৫. শুন্য থেকে তোলা ফিজির একটি মনোরম পর্বতেরচূড়া।

৬. উদ্বেগহীন ফুরফুরে মেজাজে প্যারাসুট পরিহিত স্কাই ড্রাইভার। ৭. হামলার পর স্পেস থেকে নেয়া টুইন টাওয়ারের দৃশ্য। ৮. ভেনেজুয়েলার অদ্ভুত আলোপতঙ্গ। ৯. আকাশ, নক্ষত্র এবং উল্কা। ১০. স্ট্রিংরে এর দেহের এক্স রে রিপোর্ট।

১১. রাতে আলোপতঙ্গের শূন্যধাবন। ১২. ক্লিপ ১৩. কালের বিবর্তনে নিউ ইয়র্ক সিটির পরিবর্তন ১৪. একটি খেলনা হাতির সাথে খেলায়রত সীলায়ন। ১৫. বিমান আক্রমনে বিধস্ত জার্মানির শহর ড্রেসডেন, সাল ১৯৪৫। ১৬. উষ্ণচুম্বন ১৭. চীনের বিখ্যাত প্রাচীরের সমুদ্র সাক্ষাৎ। ১৮.হাওয়াই দ্বীপের মলোকিনি জ্বালামুখের হৃদয়গ্রাহী ছবি।

১৯. যদি জুপিটারের অবস্থান পৃথিবী থেকে চাঁদের সমান দূরত্বে হত তাহলে তাকে ঠিক এ রকমই দেখা যেত। ২০. আইস টানেল ২১. প্রাণ ঘাতী হুল .....মৌমাছির বেলায়। ২২. কুং ফু কসরত,চীন। ২৩. মাউন্ট রেইনের এর আকাশে মেঘ ছায়ার লুকোচুরির খেলা। ২৪. প্রিন্সেস, আপনার সাথে পরিচিত হয়ে বরই আনন্দিত হলাম।

২৫. আয়ারল্যান্ডের একটি জ্বালামুখের গর্তে অদ্ভুত সুন্দর বাগান। ২৬. তাইপির দাহু পার্কের একটি ব্রিজ ২৭. চন্দ্রপৃষ্ঠে পদার্পনের আগ মহুর্তে নীল আর্মস্টং। ২৮. উপর হতে অগণিত ডেভিল স্ট্রিংরে এর দৃশ্য। ২৯. দুরারোহ পর্বতগাত্র এবং জলপ্রপাত, ফরোয় দ্বীপপুঞ্জ। ৩০. বিশ্বের শেষ প্রান্ত।

৩১. মহাশূন্য থেকে ক্যালিফোনিয়ার শুস্ক নদীর দৃশ্য। ৩২ .ধ্যানের একটি মুহূর্ত। ৩৩. বিশ্রামরত অবস্থায় ব্রুকলিন সেতুর নির্মান শ্রমিকগণ , সাল ১৯১৪। ৩৪. সূর্যগ্রহণ অবস্থায় সূর্যাস্ত। ৩৫. প্রাকৃতিক সুইমিংপুল, টেক্সাস।

৩৬. জেনেভা এবং সুইজারল্যান্ড; দুই নদীর মিলন মেলা। ৩৭. সাপের কামড় থেকে হুশিয়ার ! ৩৮. মহাশূন্য থেকে ধারণ করা সুমেরুজ্যোতির দৃশ্য। ৩৯. অসাধারণ শক্তির অধিকারী একটি পিপীলিকা। ৪০. ইতিহাস গড়ার পূর্বমুহুর্তে ফেলিক্স বউমগার্টনার। ৪১. আয়ারল্যান্ডে সুমেরুপ্রভা ।

৪২. ইগুয়াসু জলপ্রপাত। ৪৩. নিদ্রারত তিমি ৪৪. সাত ঘন্টার একটি ছবি। ৪৫. যৌথ শিল্প । ৪৬.এক দৃশ্যে জার্মানির হ্যানোভার বিমানবন্দরে সারাদিনের বিমান উড্ডায়নের চিত্র। ৪৭.একটি বোট এবং ১৪৫ জন স্কিচালক।

৪৮. হাওয়াই দ্বীপের একটি জলপ্রপাত । ৪৯. সুইজারল্যান্ডের বার্ন শহরের প্যানোরামিক দৃশ্য। ৫০. জাপানের ফুজি পর্বত ছাড়িয়ে এ বছরের প্রথম সূর্যোদয়ের দৃশ্য। পোস্ট দেখার জন্য ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.