সৌরজগতের বাইরে নতুন ৫০টি গ্রহ খুঁজে পেয়েছেন ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানীরা। এদের মধ্যে ১৬টি গ্রহের আয়তন পৃথিবীর সমান।
নতুন খুঁজে পাওয়া এই গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড়টির নাম দেওয়া হয়েছে এইচডি ৮৫৫১২ বি। আর এর আয়তন পৃথিবীর প্রায় ৩.৬ গুণ। পৃথিবী থেকে ৩৬ আলোকবর্ষ দূরে ভেলা নক্ষত্রপুঞ্জে অবস্থিত এ গ্রহটি।
বর্তমান এই আবিষ্কার নির্দেশ করে যে মহাকাশের সূর্যের মতো দেখতে প্রায় অর্ধেক নক্ষত্রেরই গ্রহ রয়েছে। আর এ গ্রহগুলোর বেশিরভাগই শনি গ্রহের তুলনায় হালকা। তবে এইচডি ৮৫৫১২ বি গ্রহটি তার সৌরমণ্ডলে পৃথিবীর মতো প্রাণের বিকাশের সম্ভাবনাময় অবস্থানে রয়েছে। কোনো একটা নক্ষত্রের আশপাশে যে অবস্থানে তরল পানির অস্তিত্ব রয়েছে সেখানেই প্রাণের বিকাশ ঘটার মতো পরিবেশ তৈরি হয় বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকেন। যুক্তরাষ্ট্রের ওয়াইওমিংয়ের একটি সম্মিলনে নতুন এই আবিষ্কারের বিষয়টি উপস্থাপন করা হয়।
জেনেভা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মাইকেল মেয়র বলেন, এইচডি ৮৫৫১২ বি নামের গ্রহটির আবিষ্কার এ ধরনের প্রাণ বিকাশের উপযুক্ত আরও গ্রহের আবিষ্কারের বিষয়ে আমাদের আশাবাদী করে তুলছে। গ্রহ আবিষ্কারকদের মতে, উপযুক্ত অবস্থানে থাকা পৃথিবীর থেকে দশগুণ বেশি ভরের গ্রহদের মধ্যে প্রাণের বিকাশের সম্ভাবনা পৃথিবীর তুলনায় বেশি। ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির লিসা ক্যাল্টেনেগার বলেন, বাসযোগ্য কোনো গ্রহের সন্ধানে এই আবিষ্কার এক নতুন যুগের সূচনা করেছে। এটা ইতিহাসের একটি নতুন অধ্যায়। নতুন এই গ্রহগুলোকে শনাক্ত করা হয়েছে দ্য হাই অ্যাকুরেসি র্যাডিক্যাল ভেলোসিটি প্লানেট সার্চারের (হার্প) মাধ্যমে।
ডেইলি মেইল।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।