আমাদের কথা খুঁজে নিন

   

বড়লোকদের চামড়া ঠান্ডা করা জরুরি, না রিক্সা চালকদের অমানুষিক পরিশ্রম কমিয়ে রুটি-রুজির ব্যাবস্থা করা



১০ গুন বেশী বিদ্যুৎ খরচ করে বড়লোকদের চামড়া ঠান্ডা করা জরুরি না রাস্তার গতি বৃদ্ধি করে গরিব রিক্সা চালকের অমানুষিক পরিশ্রম কমিয়ে রুটি-রুজির ব্যাবস্থা করা বেশী দরকারি?
পৃথিবীর সব উন্নত দেশেই ধোঁয়া বিহীন পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত যানবাহন ব্যাবহারে উৎসাহিত করা হয়, শুল্ক কমানো হয় বা মওকুফ করা হয়। আমাদের দেশে উল্টোটা! কিছু আবাল পত্রিকা সুর উঠাইছে, তারপর আমাদের জনপ্রীয় যোগাযোগ মন্ত্রীকেও বিভ্রান্ত করা হয়েছে। বলে ব্যাটারি চার্জে নাকি সব বিদ্যুৎ খেয়ে ফেলছে! আমদানি করা তেল, এক চতুর্থাংশ কম দামে মুল্যাবান গ্যাস প্রাইভেট কার ওয়ালাদের দিতে সমস্যা হয় না!
একটি 12v ব্যাটারি চার্জার মাত্র 1.5 Amp হারে বিদ্যুৎ খরচ করে ব্যাটারি চার্জ করা হয়। বাসা-বাড়ির একটি এসি 7 থেকে 15 Amps পর্যন্ত বিদ্যুৎ খরচ করে। একটি মাইক্রোওয়েভ ওভেন 5 Amps পর্যন্ত বিদ্যুৎ খরচ করে। রিক্সার ব্যাটারি গুলো সাধারনত গভীর রাতে নন পিক আওয়ারে চার্জ করা হয়।
গরিব রিক্সাচালকদের অত্যাচার না করে বর্তমান অবস্থাকে আরো উন্নতমানের লাগসই প্রযুক্তি, যেমন রিক্সার হুডে সোলার চার্জার, উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি, বিদ্যুত সাশ্রয়ি প্রযুক্তি সম্পন্ন ড্রাইভ মটর ও ৩ চাকায় ব্রেক লাগাতে উৎসাহিত করা উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।