আমাদের কথা খুঁজে নিন

   

বড়লোকদের জন্য হুইস্কি ডাবল আর ছোটলোকদের জন্য ইমাম হাম্বল

আজকে একটা বিশেষ দিন। মিলে গেলো! মিলে মিলে মালামাল। আজকে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবীতে হরতাল চলছে সারাদেশে। সকাল হইতে বিকাল পর্যন্ত। হরতালকারীরা যথারীতি পুলিশের উপর হামলা এবং গাড়ী ভাংচুর করেছে।

দেখা যাক আরেকটা হরতাল ঘোষিত হয় কিনা? তবে জামাত-শিবিরের দাবী চমৎকার! স্বাধীন বাংলাদেশে- যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দলের শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। তবে একি দিনে ১৯৭১ সালে আরেকজন ফাকিস্তানী জেনারেল দেড় লিটার হুইস্কি পান করে ইসলাম রক্ষায় যুদ্ধযাত্রার আহবান জানাইছিলেন। ইয়াহিয়া আজই (৪ ডিসেম্বর) উর্দুতে জাতির উদ্দেশে দেওয়া ১০ মিনিটের ভাষণে ইসলাম রক্ষায় পাকিস্তানের ১২ কোটি মুজাহিদকে অস্ত্র তুলে ‘গাজি’ হওয়ার আহ্বান জানান। ইয়াহিয়া খান দেড় লিটারের বেশি মদ পান করে বলেছিলেন, ভারতের বিরুদ্ধে তিনি যুদ্ধে যাচ্ছেন। তাঁর মদ্যপানের বিষয়টি একাত্তরের এই দিনে (৪ ডিসেম্বর) ব্যাখ্যা করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিং।

এবং তাও আবার ভারতের পররাষ্ট্রসচিব টি এন কাউলের কাছে। কাউল যাচ্ছিলেন নিউইয়র্কে নিরাপত্তা পরিষদে বক্তব্য দিতে। এ সময় কাউল-কিটিংয়ের কথা হয় দিল্লিতে। কাউল বলছিলেন, সম্ভবত ইয়াহিয়াকে ভারতের ধন্যবাদই জানানো উচিত। কারণ, ৩ ডিসেম্বরে কাশ্মীরে যে যুদ্ধ তিনি শুরু করলেন, তা তিনি অতর্কিতে করেননি।

১০ দিন আগে হুঁশিয়ার করেছিলেন। এটাই প্রমাণ দেয়, পশ্চিম ফ্রন্টে হামলা পূর্বপরিকল্পিত ছিল। সুত্রঃ প্রথম আলো ০৪ ডিসেম্বর ২০১২  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।