গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
1) Port Anthur , Tasmania, Australia :
স্থানটি এজন্য ভৌতিক যে, মৃত্যুর পরও রেভারেন্ড জর্জ নামের এক ব্যক্তিকে প্রায় সময়ই এখানে দেখা যায়। জ্যাক বার্ড'শ নামের এক ট্যুরিষ্ট দাবী করেছেন যে তিনি ঐ মৃত ব্যক্তির ছবিও তুলেছেন। এছাড়া জন গোল্ড নামের আর এক মৃত ব্যক্তিকেও প্রায় সময়ই এখানে ঘুরে বেড়াতে দেখা যায়।
২) Gonjiam Psychiatric Hospital, Gyeonggi, Korea :
যে কোন ভৌতিক ছবির গল্পের ফ্ল্যাটফরম হতে পারে এই হাসপাতালটি।
প্রচলিত ধারণা অনুযায়ী বহু বছর আগে এই হাসপাতালে রহস্যজনকভাবে রুগী মারা যেতে শুরু করে। কর্তৃপক্ষ এর কোন কূলকিনারা করতে না পেরে হাসপাতালটি বন্ধ করে দেয়। বর্তমানে এটি একটি জনশূন্য স্থান। তথাপি এখানে ছুরি-কাঁচিসহ রান্নাঘরে কাজ করার নানা শব্দ শুনতে পাওয়া যায়। স্থানীয়রা মনে করেন যে, কোরিয়া যুদ্ধে নিহতদের আত্মা এই হাসপাতালে বাস করে।
৩) Battleship Island, Nagasaki, Japan :
এর আর এক নাম হাশিমা দ্বীপ। ৬০,০০০ বর্গ মিটার জায়গা জুড়ে অবস্থিত এটি একটি কংক্রিটের স্থাপনা। ১৯৫০ সাল পর্যন্ত এটি ছিল হাজার হাজার কয়লা শ্রমিকের বাসস্থান। ১৯৭৪ সালে কয়লা খনিটি বন্ধ হয়ে গেলে এটি জনশূণ্য হয়ে পড়ে এবং ক্রমান্বয়ে এটির সাথে নাগরিক এলাকার দূরত্ব সৃষ্টি হয় এবং স্থানীয়দের মনে দ্বীপটিকে নিয়ে নানা ভৌতিক গল্প তৈরী হতে থাকে। তাদের মতে এই দ্বীপে বসবাসকালে যেসব কয়লা শ্রমিক মারা গিয়েছিল তাদের আত্মারা এখনও স্বজনদের খুঁজে এই দ্বীপে ঘুরে বেড়ায়।
কোন পর্যটক এই দ্বীপে যেতে চাইলে তাতে কোন নিষেধাজ্ঞা নেই, যদিও স্তানীয়রা ভৌতিক বলে এখানে যায়না।
৫) La Isla de las Munecas, Teshuilo Lake, Mexico :
La Isla de las Munecas শব্দের অর্থ হলো আইল্যান্ড অব ডল বা পুতুলের পাহাড়। মেক্সিকো সিটি থেকে ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। মনে করা হয় যে, ডন জুলিয়ান সানটানা নামের এক ব্যক্তি এই লেক সংলগ্ন দ্বীপে মৃত্যুর আগে ৫০ বছর একাকী বাস করত। তার নেশা ছিল ভঙ্গুর দেহবিশিষ্ট পুতুল সংগ্রহ করা এবং সেগুলোকে লেকের পাশে গাছের ডালে ঝুলিয়ে রাখা।
তার এই কাজটিকে তেমন চকমপ্রদ মনে না হলেও এর পেছনের গল্পটা কিন্তু খুব সুন্দর। এ সম্পর্কে যে সমস্ত গল্প চালু আছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য গল্পটি হচ্ছে যে, জুলিয়ান যে সমস্ত শিশু এই লেকে পড়ে মারা গিয়েছে তাদের আত্মার উদ্দেশ্যে এই পুতুলগুলোকে উৎসর্গ করত। মৃত শিশুদের আত্মা জুলিয়ানের নিকট ফিরে আসত কি-না জানা যায়নি, তবে জুলিয়ানের সাথে এই পুতুলগুলো বন্ধুর মতো খেলা করত বলে অনেকে বিশ্বাস করেন।
৪) Ako Desswa Fetish Market, Lome, Togo:
পৃথিবীর বৃহত্তম ফেলিস মার্কেট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।