একুশে ফেব্রুয়ারির এই দিনেই,
রক্তের বন্যায় ভেসে গিয়েছিল,
আমাদের এই বাঙলার বুকে।
অশ্রু সিক্ত হয়েছিল শত মায়েদের,
তাদের সন্তান হারানোর শোকে।
একুশে ফেব্রুয়ারির এই দিনেই,
বাঙলা ভাষাকে নিজের করে পাবে,
সেই ছিল সাহসী বীর যুদ্ধাদের চোখে।
তরতাজা কত জীবনের বিনিময়েও,
ভাষার জন্য তারা দাঁড়িয়েছিল রুখে।
একুশে ফেব্রুয়ারির এই দিনেই,
বাঙলা ভাষাকে নিজের করে পেয়েছি,
সেই আমাদের বড় অহংকার।
ভালোবেসে যে ভাষাকে মনে রেখেছি,
সেই হলো বাঙলা ভাষা আমাদের।
একুশে ফেব্রুয়ারির এই দিনেই,
স্মৃতিচারণ করি আমরা সবাই,
আত্মত্যাগের সেই ইতিহাস।
পৃথিবীতে পেয়েছি সম্মানের স্বীকৃতি,
সেই তো আমাদের মাতৃভাষা দিবস।
একুশে ফেব্রুয়ারির এই দিনেই,
সালাম, রফিক, জব্বার আর বরকত,
যারা নির্ভয়ে দিয়েছিল প্রাণ।
আজও আমরা মনে-প্রাণে স্মরণ করি,
ভুলিবনা তাদের কোনদিন।
একুশে ফেব্রুয়ারির এই দিনেই,
প্রভাত ফেরিতে ছুটে যায় সবাই,
ফুল হাতে নিয়ে দলে দলে।
শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাই,
ভরে যায় সব ফুলে ফুলে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।