আমার বাংলা মা’য়ের মুখের ভাষায়
বুকের ভালবাসা অলখ ।
একুশে ফেব্রুয়ারির ‘রক্ত লাল
বাঙালী মা’র কপোল তিলক ।
হাজার বছরের আবহ বাঙলা ভাষা
আমার বাংলা মা’য়ের বুকে পোষা
কথা কথ্য লিখা তথ্য কেঁড়ে নিতে-
বায়ান্নের শাসকেরা ঢালে ঘেরা অমুলক ।
একুশে ফেব্রুয়ারির ‘রক্ত লাল
বাঙালী মা’র কপোল তিলক ।
বাংলা মা’য়ের বুকের মাণিক
সালাম, রবকত, জব্বার, রফিক
আরও, কত দামাল হল শহীদ
বাংলা ভাষার মহান ধারক ।
একুশে ফেব্রুয়ারির ‘রক্ত লাল
বাঙালী মা’র কপোল তিলক ।
ছেলাহারা শোকে ভরা মা’য়ের বুক
শত মা’য়ের রক্তস্রোতো দুটি চোখ
মা’য়ের অশ্রু গড়ায় আচল ভেজা
অভিঘাত হানে আঘাত প্রাণের পুলক ।
একুশে ফেব্রুয়ারির ‘রক্ত লাল
বাঙালী মা’র কপোল তিলক ।
উনোবিংশের বায়ান্ন সাল বাঙলা ভাষার –
বাংলা মা’য়ের অমল অভিসার
কেঁপে ওঠলো বসুন্ধরা দেখলো তারা
শিশু হত্যার’ খুনি, জালিম শাসক ।
একুশে ফেব্রুয়ারির ‘রক্ত লাল
বাঙালী মা’র কপোল তিলক ।
ভাষা লয়ে পড়ে পরান শিউরে ওঠে
জালিমের জুলুম চিত্র মনে ফুটে,
ভাষা ইতিহাস কারো রক্তে বিন্যাস
বিশ্ব মাঝে নাহি আছে এমন মুলুক ।
একুশে ফেব্রুয়ারির ‘রক্ত লাল
বাঙালী মা’র কপোল তিলক । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।