আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদ ডিগবাজি বিশারদ: কাজী জাফর

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন হুসেইন মুহম্মদ এরশাদ ডিগবাজি বিশারদ।

তিনি আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর জাপা (কাজী জাফর) আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একুশের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন।

কাজী জাফর বলেন, তিনি হলেন (এরশাদ) ডিগবাজি বিশারদ, ক্ষণে ক্ষণে ডিগবাজি দেওয়া তার কাজ।

এরশাদকে উদ্দেশ্য করে কাজী জাফর বলেন, অনেক হয়েছে, এবার ক্ষ্যান্ত দিন। বয়সও আপনার অনেক হলো। ৯০ বছরে পা দিয়েছেন। যথেষ্ট হয়েছে। এবার দেশের রাজনীতি থেকে অবসর নিন।

ঢাকা মহানগর জাপার সভাপতি খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক পিয়াস করিম, জাপার প্রেসিডিয়াম সদস্য ড.টি.আই.এম. ফজলে রাব্বি, এস.এম.এম.আলম, আহসান হাবিব লিংকন প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।