everything is fair in love and war
আমরা বাংগালী কোন ঘটনা ঘটলে সেটার পেছনের কি কারন ছিল সেটা না ভেবেই সেটার গায়ে অধিক পরিমানে রঙ মিশিয়ে একাকার করে দেই , কি জন্য , কি পরিস্থিতিতে , কি মানসিকতায় সে এটা করেছিল সেটা আমরা জানতে বা জানার চেস্টা না করে ঘটনার রঙ চড়ায়ে বেড়াইতেছি । ক্যান বিসিবি এটার কারনে এত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার আগে কারন ত দর্শাতে পারত !! আর আমরা ফলাও করে বেশি বেশি করে শেয়ার দিন বলে পোস্ট দিয়ে ফেসবুকে ফ্লাডিং করতাছি :/
অবশ্য এই লেভেলের একজন এর কাছ থেকে এমন অঙ্গভঙ্গি আসলেই কাম্য না , কিন্তু এই ফালাফালি লাফালাফিতে কি হল এশিয়া কাপে দলের ভাল একটা প্লেয়ার কে হারাতে হল যে কিনা গত এশিয়া কাপের সাফল্যর অন্যতম কান্ডারি ছিল ।
নিজের ভাল পাগলেও বুঝে বাংগালি বুঝে না...
ইন্ডিয়ারে দেখেন , তাদের ফিক্সিং হলেও তাদের প্লেয়ার দের তারা আগলে রাখে , দরকার হলে সেই দোষে বোর্ড সভাপতি অবসরে যায় । কিন্তু আর আমরা অন্যর সন্তুস্টির জন্য আশরাফুলের মতন প্লেয়ার দের বিসর্জন দেই Shame ম্যান Shame ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।