এ ঘটনায় বগুড়া জিলা স্কুলের ভেতর থেকে সন্দেহভাজন আট যুবককে আটক করেছে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি ফায়জুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিলা স্কুলের ভেতর থেকে বোমা ছোড়া হয়। তবে এতে কেউ আহত হননি।
স্কুলের পাশেই শহীদ খোকন পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সম্মিলত সাংস্কৃতিক জোটের আয়োজনে সাত দিনব্যাপী বইমেলা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় তালা মেরামতকারী আবুল হোসেন জানান, হঠাৎ করেই জিলা স্কুলের ভেতর থেকে একটি পেট্রোল বোমা এসে পুলিশের গাড়িতে পরে এবং আগুন ধরে যায়।
তবে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
বই মেলার নিরাপত্তার জন্য পুলিশের ওই সাঁজোয়া যানটিসহ কয়েকটি গাড়ি সেখঅনে অবস্থান করছিল বলে ওসি জানান।
তিনি বলেন, হামলার পর জিলা স্কুলের ভেতর থেকে তারা আটজনকে আটক করেছেন।
এরা হলো- বিপ্লব (২৪), শুভ (২৫), সাইফুল (২৩), রাশেদুল (২১), হাসান (৩২), আবু তাহের (৪০), রনি (২১) ও হারুন মিয়া (২৯)।
তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি বলছেন, আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, “ঘটনার সময় আমি ভেতরেই ছিলাম। আটক আট জন স্কুলের সাবেক ছাত্র হতে পারে। তাদের বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। ”
রাতের বেলা তারা স্কুলের ভেতরে কি করছিল- সে বিষয়েও কিছু বলতে পারেননি তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।