শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ, টোয়েন্টি টোয়েন্টিতেও আত্মসমর্পণ। মুখরক্ষার জন্য ‘হাতের পাঁচ’ হিসেবে ছিল যে ওয়ানডে সিরিজ, প্রথম দুই ম্যাচে সেটিও হারা সারা। আজ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের চ্যালেঞ্জ হোয়াইটওয়াশ এড়ানো। যদি তাতে ধুলোয় গড়াগড়ি খাওয়া সম্মান ফেরে কিছুটা! দুয়ারে কড়া নাড়তে থাকা পিঠাপিঠি দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে আত্মবিশ্বাস ফেরাতে জয়টা জরুরিও। সেই লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
চোট পাওয়া মাশরাফি ছিটকে গেছেন শেষ ম্যাচ থেকে। একই কারণে প্রথম দুই ম্যাচের মত নেই তামিম ইকবালও। মাশরাফির জায়গায় দলে এসেছেন পেসার শফিউল ইসলাম। আর তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া সাকিবের জায়গায় ফেরানো হয়েছে নাঈম ইসলামকে।
শ্রীলঙ্কায় নেই ‘বিগ থ্রি’ সাঙ্গাকারা,জয়াবর্ধনে ও দিলশান।
তিনজনই ফিরে গেছেন দেশে। তবে এশিয়া কাপের আগে ফিরে আসবেন তারা। শেষ ওয়ানডেতে বাদ পড়েছেন অজন্থা মেন্ডিসও।
বাংলাদেশ: শামসুর, এনামুল, মমিনুল, মুশফিক, নাঈম, মাহমুদুল্লাহ, নাসির, সোহাগ, সানি, শফিউল ও রুবেল।
শ্রীলঙ্কা :কুশল, থিরিমান্নে, চান্দিমাল, প্রিয়ঞ্জন, ভিথাঙ্গে, ম্যাথুস, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো পেরেরা, সেনানায়েকে, প্রসাদ ও লাকমল।
খেলা দেখের লিঙ্কঃ এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।