লংকা সিরিজের টানা হারে একরকম বিপর্যস্তই বাংলাদেশ। এমন অবস্থায় জায়ান্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার টাইগাররা শুরু করতে যাচ্ছে এবারের এশিয়া কাপ মিশন। দলের ভঙ্গুর মানসিক অবস্থা,সামনে কঠিন প্রতিপক্ষ তারপরও আগে থেকেই পিছিয়ে থাকতে রাজি নন মাশরাফি বিন মুর্তজা। ভারত ম্যাচের আগে সংবাদকর্মীদের সঙ্গে শেষ আলাপ করতে এসে এ পেসার বললেন,বুধবার ভারত হারলে সেটিকে কোনভাবেই অঘটন বলা যাবে না। আগে কি হয়েছে সেটা চিন্তা করতে চান না জানিয়ে মাশরাফি বলেন,কাল(বুধবার) কি করবো সেটাই গুরুত্বপূর্ণ।
ওদের(ভারত) হারালে সেটাকে অঘটন বলবো না। আমরা আগেও ওদেরকে হারিয়েছি।
দলের সবাই ভাল খেলার জন্য মুখিয়ে আছেন জানিয়ে ম্যাশ আরোও বলেন,ঘুরে দাঁড়ানোর জন্য সবাই কঠোর পরিশ্রম করছে। আশাকরি,এশিয়া কাপে নিজেদের সেরা খেলাটা খেলতে পারবো। সবাই মিলিতভাবে ভালো করতে পারলে ইতিবাচক ফলাফল সম্ভব।
কাল দলের প্রত্যেকেই ভালো খেলার চেষ্টা করবে। বাংলাদেশ সাকিব-তামিমকে মিস করলেও দলের অন্যরা এ দুজনের অভাববোধ করতে দেবেন না দাবি করে নড়াইল এক্সপ্রেস বলেন,আমরা ইতিবাচক ক্রিকেট খেলবো। অবশ্যই সাকিব-তামিমকে মিস করব। তবে ওদের অনুপস্থিতি ম্যাচে প্রভাব ফেলবে না। এখন যারা আছে আমরা তাদের নিয়ে কাজ করছি।
সবাই ভালো করার জন্য কঠোর পরিশ্রম করছে। এক ম্যাচে সবাই সফল হয় না। তবে বেশিরভাগ সাফল্য পেলে জয় পাওয়াটা আমাদের জন্য সহজ হবে।
খেলা দেখের লিঙ্কঃ এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।