বাংলাদেশের দ্রুত ওপেনিং জুটি ভেঙে যাওয়ায় চাপে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন মমিনুল ও মুশফিক। কিন্তু ২৪তম ওভারের পঞ্চম বলে দুই রান নিতে গিয়ে কিথুরুয়ান ভিথানাগের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে যান মুমিনুল হক।
মমিনুল আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক মুশফিকও।
মুমিনুল দলীয় ১০৮ রানে রান আউট হন। পরে সাকিবের পরিবর্তে একাদশে খেলতে নামা নাইম ইসলামকে সঙ্গে নিয়ে ব্যাট করেন মুশফিক। কিন্তু খুব বেশি দূর এগোতে পারেনি মুশফিকের চেষ্টা। ২৮ ওভারে প্রসাদের বলে সেনানায়েকের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।