আনামুলের পরে হাফসেঞ্চুরি হাঁকালেন মুশফিকও। আনামুলের অপর প্রান্তে থেকে অধিনায়কোচিত ইনিংস খেলে ১৪তম অর্ধশতক পেয়েছেন মুশফিকুর রহিম।
শামসুর রহমান ও মুমিনুল হকের সাজঘরে ফেরার পর দলের ভরসা ছিলেন এনামুল হক। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ১৩৩ রানের চমৎকার জুটিটির সমাপ্তি টানলেন ভারতের পেসার বরুন অ্যারন। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন বাংলাদেশের ইনিংস শুরু থেকেই আগলে রাখা আনামুল হক বিজয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ২০৩ রান।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শামসুর ও আনামুলের উদ্বোধনী জুটি ভালো সূচনার ইঙ্গিত দিলেও ১৬ রানে সেটা ভেঙে যায়। ৭ রানে মোহাম্মদ সামির শর্ট বলে অফ সাইডে ফিরতি ক্যাচ তুলে দেন শামসুর।
১৩তম ওভারের প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিনের বলটি এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিং হন মুমিনুল হক।
তিনটি করে চার ও ছয়ে এনামুল অর্ধশতক করেন। আর মুশফিক ৬৫ বলে তিন চারে ৫০ রানে পৌঁছান। দুজনে মিলে ১০৫ রানের হার না মানা জুটি গড়েছেন। আল-আমিন হোসেনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জিয়াউর রহমান। আরাফাত সানির স্থানে দলে ঢুকেছেন আব্দুর রাজ্জাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।