আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি ও মানুষের হাসির চাইতে বড়ো সুখের আর কিছু নেই

বিশ্বপ্রকৃতিতে মানুষ সবচেয়ে প্রভাবশালী প্রাণী। আর প্রকৃতি হল সরল, উপকারী ও ভালোবাসাময়। মানুষ চাইলে প্রকৃতির যা খুশি ক্ষতি করতে পারে। প্রকৃতি কখনো করুণা চাইবে না। প্রকৃতির ক্ষতি করলে সে পাল্টা প্রতিশোধও নিবে না।

প্রকৃতির ক্ষতি করে মানুষ নিজেই তার ক্ষতি ডেকে আনবে। প্রকৃতির উপর নিষ্ঠুর হওয়ার ফলস্বরূপ মানুষ তার অস্তিত্ব হারানোর পথে এগিয়ে যাবে।

তেমনি, মানুষের মধ্যে আরেক মানুষের কোনও পার্থক্য না থাকলেও বাহ্যিক অলংকারের কারণে কিছু মানুষ প্রভাবশালী। এমন নয় যে, তাদের দুইটা মাথা বা অনেকগুলি হাত আছে। শুধুই বাহ্যিক অলংকারের প্রভাব।

একজন প্রভাবশালী মানুষ চাইলেই অন্য কারো মনে নিষ্ঠুর হয়ে আঘাত করতে পারে। যা খুশি আচরণ করতে পারে। অন্যকে আঘাত করে নিজেকে বিজয়ী ভাবলেও মূলত, সে এক যন্ত্রণাময় জীবনের দিকে এগিয়ে যাবে। এই যন্ত্রণা একাকী ও নীরবে পেতে হবে। অঢেল টাকা কিংবা অঢেল শক্তি প্রয়োগ করেও মুক্তি মিলবে না।

এটাও প্রকৃতির এক নির্মম সত্য।

প্রকৃতি ও মানুষের হাসি দেখার চাইতে বড়ো সুখ আর কোথাও নেই। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।