ইদানিং গেমস ডেভেলপাররা যে হারে হরর গেমস নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে তাতে মনে হচ্ছে একসময় ভুরি ভুরি হরর গেমস , ভিডিও গেমসের জগতে দেখা যাবে । কারন হরর গেমস নির্মাণে পরিশ্রম এবং খরচ দুইটিই কম । বেশির ভাগ হরর গেমসের গ্রাফিক্স অতো উন্নত নয় , গেমপ্লে একই রকম , সাথে সাধারন এবং নিম্ন মানের ঘটনা । তারপরও অনেক গেমার এসব গেমস খেলছে । কারন ভৌতিক জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি ।
কিন্তু হরর গেমস গুলো যদি একটু যত্ন পেতো তাহলে সেগুলো হয়ে থাকতো স্মরণীয় । যেমন : হাউস অফ দ্যা ডেড , ডেড রাইজিং , রেসিডেন্ট এভিল ইত্যাদি । এর জন্য ডেভেলপারদের উচিত অতি লাভবান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে ভালো কিছু নির্মাণের চেষ্টা করা ।
এই টিউনটি অনেক দিন আগেই লেখা শুরু করেছিলাম কিন্তু ব্যস্ততার কারনে শেষ করা হয়নি । তাই আজকে সময় পাওয়ায় লেখা শুরু করে দিলাম ।
আজকে যে গেমসের প্রিভিউ লিখতে যাচ্ছি , সেই গেমসটির নাম ডেলাইট । জম্বি স্টুডিও গেমসটি নির্মাণ করছে । গেমসটি প্রকাশ করবে অ্যাটলাস ইউএসএ । গেমসটি নির্মাণে আনরিয়েল ইঞ্জিন ফোর ব্যবহার করা হচ্ছে । গেমসটি এই বছরের এপ্রিল মাসের যেকোন এক সময়ে মুক্তি পাবে ।
গেমসের প্রথমেই একজন নারী দেখা যাবে । যাকে নিয়ে গেমার তার গেমস এগিয়ে নিয়ে যাবে ।
গেমসের শুরুতেই সেই নারী নিজেকে একটি পরিত্যক্ত পুরাতন হাসপাতালে নিজেকে আবিষ্কার করবে । সে নিজেই জানে না সে কিভাবে সেই হাসপাতালে এলো ! । তবে সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে , জায়গাটি তার জন্য নিরাপদ নয় ।
গেমসটি হরর গেমস । তবে কি রকমের হরর তা সম্পর্কে নির্মাণকারীরা তেমন বিস্তারিত তথ্য প্রদান করেনি । তবে সব হরর গেমস ঘুরে ফিরে একই রকম :p । তাই এই সম্পর্কে বিস্তারিত না জানলেও চলবে :v । তবে আমি আশা করছি গেমসটি অন্য হরর গেমসের তুলনায় ভালো হবে ।
পরের ঘটনায় আসি , জেগে উঠার পর সেই নারী ওই হাসপাতালের চারিদিক ঘুরে দেখতে শুরু করে । সে বুঝতে পারে না সে এখানে কেন এসেছে , কিভাবেই বা এই স্থানে এলো ! । সে সেই জায়গায় বিভিন্ন আসবাসপত্র দেখতে পায় । আর সেগুলো হল ভাঙ্গা হুইল চেয়ার , রঙচটা ফার্নিচার , ভাঙ্গা কাঁচ ইত্যাদি । সে এসব দেখে বুঝতে পারে তাকে খুব তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে হবে ।
কিছু খেলার পরই গেমার ভূতে সামনাসামনি পড়বে । গেমার ভূতে কাছ থেকে পালিয়ে আসার জন্য নিচের তলায় যাবে ।
গেমসটি গেমপ্লে ট্রেইলার দেখে বুঝতে পেরেছি গেমসটি গ্রাফিক্স কোয়ালিটি উন্নত মানের ইনভাইরোমেন্টাল ইফেক্ট , সাউন্ড ইফেক্ট চমৎকার । গেমসটি খেলে গেমারের মধ্যে এক ধরনের উদ্দীপনা জেগে উঠবে । প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি থেকে নতুন জীবন লাভ করবে গেমার ।
গেমসটিকে বাস্তবের সাথে অনেক মিল আনার জন্য জম্বি স্টুডিও অনেক কষ্ট করেছে । গেমসটি প্রথম কোয়াটারের সেরা গেমসগুলি সাথে স্থান দখল করতে পারে গেমসটি ।
Minimum Requirements:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।