সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক কারণে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। জঙ্গিবাদ একটি রোগ। এ রোগ নিমর্ূল না হলে বাংলাদেশের অগ্রসর হবে না। জঙ্গিবাদের কারণে দেশের সাধারণ মানুষ পদে পদে বঞ্চিত হচ্ছেন। মানুষ নিম্ন আদালতে বঞ্চনার শিকার হচ্ছেন। গ্রামের ছেলেমেয়েরা ঘুষ দিয়ে বড়জোর পিয়ন-চাপরাসির চাকরি পাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের প্রতি অবহেলার কারণে জঙ্গিবাদের ক্ষেত্র তৈরি হয়েছে। রাজনৈতিক হানাহানি বন্ধ না হলে আমরা জঙ্গিবাদ ঠেকাতে পারব না। আমরা যদি নীতিবোধহীন রাজনীতি পরিহার করতে না পারি, তবে জঙ্গিদের ঠেকাতে পারব না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।