আমাদের কথা খুঁজে নিন

   

কনেকে ছুরিকাঘাত করে যুবকের আত্নহত্যার চেষ্টা

পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো.ওমর ফারুক জানান,শুক্রবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনায় মো.সেলিমকে (২৬) আটক করা হয়েছে।

সেলিম নগরীর রাহাত্তারপুল এলাকার মো.শফির ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। আহত কনে একজন চিকিৎসক।

তাদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ফারুক বলেন,“রাতে মেয়েটির বিয়ের অনুষ্ঠান চলছিল। সেলিম হঠাৎ সেখানে হাজির হয়ে স্টেজে বসা কনেকে ছুরিকাঘাত করে।

“পরে সে ওই ছুরি নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ”

তিনি বলেন, “সেলিম ওই কনের পূর্ব পরিচিত। তবে সে কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

শনিবার দুপুরে হাসপাতালে সেলিমের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,বেশ কয়েক বছর আগে সেলিম ও কনের পরিবার প্রতিবেশি ছিল। সেলিম অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে মাছের ব্যবসা শুরু করে।

আহত কনের পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তার কেবিনেও কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।