বেগমগঞ্জের জমিদার হাট পূর্ব বাজারে সিএনজি ব্যবসায়ির নিকট চাঁদা আদায় কালে ভুয়া ডিবি ওসি বেলাল হোসেন ভূঁইয়াকে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ীরা। পুলিশ ২ জনকে আটক করে।
আজ বিকালে নোয়াখালীর ডিবি পুলিশ গ্রেফতার কৃত ভুয়া পরিচয় দান কারী ডিবি ওসিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করে এবং অপর সিএনজি ড্রাইবারকে ১৬৪ কার্য বিধিতে জবান বন্দি নেওয়ার জন্য অদালতে পেরন করে।
নোয়াখালী ডিবি ওসি খন্দকার গোলাম শাহ নেওয়াজ জানান, ভুয়া ডিবি ওসি পরিচয় দিয়ে বেলাল জমিদার হাটের দ্বীন ইসলামের সিএনজি গ্যারেজে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং জানান অবৈধ সিএনজি ব্যবসা করতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। পরে ডিবির এসআই জহির উদ্দিন ও আতিকুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনা স্থল থেকে আজ ভোরে আটক করে নিয়ে আসে তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।