এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাঁচ কোটি ব্যবহারকারীর ফিডব্যাকের উপর ভিত্তি করে ম্যালওয়্যার সংক্রান্ত এ গবেষণা ও প্রতিবেদনটি সম্পন্য করেছে মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউট।
গবেষণাটির প্রতিবেদনে এক বিশ্লেষণে দেখানো হয়েছে, ওয়েব জায়ান্ট গুগলের অ্যাপ স্টোর গুগল প্লে’তে ম্যালিশাস পোগ্রাম আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে লুকআউটের শীর্ষ নিরাপত্তা গবেষক মার্ক রজার্স জানিয়েছেন, মোবাইল ম্যালওয়্যারের ক্ষেত্রে প্রতিটি বিষয় এখন অঞ্চলভিত্তিক। তিনি আরও জানিয়েছেন, সাইবার অপরাধীরা সবাইকে স্প্যাম পাঠানোর বদলে এখন অঞ্চলের উপর ভিত্তি করে ম্যালওয়ার স্প্যাম তৈরি করে তা পাঠাচ্ছেন।
এ ছাড়াও অন্য একটি নিরাপত্তা প্রতিষ্ঠান রিস্কআইকিউ জানিয়েছে, যেসব অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল পার্সোনালাইজ করতে সাহায্য করে থাকে সেগুলোর বেশিরভাগই ম্যালিশাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।