সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
তোকে বুঝিনা ,হেমন্ত বুঝি এসে গেল জানিসনা;
নতজানু মুখে চিতায় ভস্ম চন্দন কাঠ,
শহস্র শতকের হঠাৎ আসা সব লেফাফা;
একাকার অদৃশ্যে টাটকা শৈশব প্রেম।
বিশ্বাস কর মানুষ ভালোবাসে একবার;
একান্ত সময় শংখচিল কিছুটা বিষাদ,
শত বছরের মদিরা আকন্ঠপান;
তোকে বুঝিনা, তুই বুঝিসনা,কেন বুঝিসনা?
উদভ্রান্ত উদরে ভেসে থাকা ভাঙ্গা ঝড়,
প্রবল ইচ্ছেরা আটকে থাকে নজরুলের মত,
কতবার সিমেট্রির বিষাদময় সকল মিলিয়ে;
তুই বুঝবিনা ভালোবাসা, হেমন্তে হলুদ শাড়ী।
আকাশ বুঝিনা, অস্তমিত সূর্য বুঝিনা,
সঙ্গমনিয়ত দম্পতির যন্ত্রণা বুঝিনা,
ভালোবাসা বুঝিনা , ভাবনা বুঝিনা,
ইশ্বর বুঝিনা , ধর্মীয় পুস্তক বুঝিনা।
হিসেব মিলাতে ভাংগা ম্যাচ বক্সে
রুদ্রতার আকাশ প্রতিটা ধোঁয়ায়;
কার্বন, অক্সিজেনের বন্ধুতা ভালোবাসি,
তোকে বুঝিনা,তুই বুঝিসনা,কেন বুঝিসনা।
অতপর একদিন তোকে বুঝবো, তুই বুঝবি, প্রেমের উত্থান হয়তো এভাবেই হয়....
আলমা রোড, এনফিল্ড,ব্রিটেন
হেমন্ত, ১ ফাল্গুন , ১৪২০ বাংলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।