এই গীতিকবিতাটি পড়ার আগে gooGogগুগলে নীচের তিনটি শব্দ খোঁজ imagকরুন! তারপরে কবিতাটি পড়ুন, আমার বিশ্বাস আপনার ভাল লাগবে!
Google 'autumn colors, images'
হেমন্তে....
উদাসী, হেমন্তে পাতায় পাতায় কি রং ধরালে!
শত-বরণ রাঙা-চরণ ফেলে ডালে ডালে!
কী রসের রসায়নে মিশালে আপন মনে -
সবুজ এসে মিশলো শেষে রক্ত-লালে।
ধীরে ধীরে এলে ফিরে উদাস হাওয়ার উত্তরণে,
হারাবার শীতল রাগে ধরাও আগুন বনে বনে।
ঝরাপাতার কান্না শুনি উদাসীর দীর্ঘশ্বাসে -
যে জন হারায় সে তো আবার ফিরে আসে!
- পরাজয় মেনে লয় জয়ের তিলক ভালে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।