আমাদের কথা খুঁজে নিন

   

ফাটাফাটি সব জোকস

জোকস - ১
জোকস
নোয়াখালীর ভাষায় লেখা এক স্ত্রীর চিঠি তার স্বামীর নিকট.....
ওগো হরানের স্বামী,... আন্নে ভালা আছেন্নি? আইতো বেশি ভালা না। হইর ঘাটে দি হড়ি কাইন্না আঙ্গুল ভাঙ্গি গেছে। টিয়া হইসা কিছু দেন না। চিন্তা দান্ধায় চুল বেগ্গুন উঠি গেছে। বেগ্গুনে দেইখলে বেলু কই বোলায়।

বড় হোলার লুঙ্গি ছিরি গেছে।
হিগ্যায় অন স্কুলে যায় না। ছোড হোলা বল খেলতো যাই দাঁত ভাঙ্গি হালাইয়ছে। বড় মাইয়া ভালা ইকগা থ্রিপিসের লাই স্কুলে যায় না। ছোড মাইয়া হইরা বেডা দেখলে আব্বু আব্বু কইয়া বোলায়।

আন্নে তাড়াতাড়ি বাড়ীত চলি আইয়েন।
আন্নের মা কুত্তারে হিডি লাডি ভাঙ্গি হালাইছে আন্নে আইতে বিদাশী এক্কান লাডি আনিয়েন।
ইতি
আন্নের রাণী


জোকস - ২
যদি পশু-পাখিদের ফেসবুক থাকত, তাহলে তাদের স্ট্যাটাস আপডেট থাকত এইরকমঃ
বিড়ালঃ আমার ৫ম বাচ্চা আইজ সকালে জিগাইল তার বাপ কিডা! কিন্তু মনে করতে পারতাছিনা!বড়ই আপচুচ
নোটিফিকেশন আসলো ইন্দুর লাইক দিস
ইন্দুরের কমেন্টঃ ওই পাপ মুখে আমারে খাইতে আসবিনা কয়া দিলাম! ছি, বিড়াল জাতি আজ পশ্চিমাদের মত নগ্ন সভ্যতার বিকাশ করে চলেছে! আমরা এর তীব্র প্রতিবাদ জানাই!
সাথে সাথে ইন্দুরের কমেন্টে নেংটি ইন্দুর & ১০ আদার লাইক দিস
বিড়ালের কমেন্টঃ আইজ তোরে খাইছি!
ইন্দুরের কমেন্টঃ আইজ পাশের বাসার ডগির লগে রমনায় ডেটিং আছে। সাহস থাকলে আইসা তোর ক্ষমতাটা দেখাইয়া যাইস।

জোকস - ৩
এক কোম্পানিতে নতুন ম্যানেজার যোগ দিয়েছেন নতুন মানেজার অনেক কড়া আর কঠিন স্বভাবের, এবং ঠিক করলেন সেটা প্রথমেই সবাইকে বুঝিয়ে দিবেন, আর যেসব ফাঁকিবাজ কর্মী আছে তাদের বিদায় করে দিবেন।

প্রথম দিনে তিনি ঘুরতে বের হলেন, তখন তিনি দেখলেন কারখানায় সবাই কাজ করছে আর এক লোক দেয়ালে ঠেশ দিয়ে দাঁড়িয়ে আছে
তিনি ভাবলেন এটাই সুযোগ সবাইকে বুঝিয়ে দেয়ার যে তিনি কত কঠোর আর শুধু কাজ বুঝেন তিনি গিয়ে জিজ্ঞেস করলেন “তুমি মাসে কত বেতন পাও?” লোকটা জবাব দিল “৬০০০ টাকা” তিনি লোকটিকে ১৫০০ টাকা দিয়ে চিৎকার করে সবাইকে বললেন “এই নাও তোমার এক সপ্তাহের বেতন, বের হয়ে যাও আর কখনো যাতে না দেখি তোমাকে” যথেষ্ট উৎফুল্ল অনুভব করে তিনি কারখানার সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন “এ লোক এখানে কি কাজ করতো?” এক কর্মী জবাব দিল “সে এখানে পিজা ডেলিভারি দিতে এসেছিল”

প্রতিদিন আরও সুন্দর সুন্দর জোকস দেখুন এই পেজে। পেজটি অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।