'নারী শিক্ষার অগ্রদূত নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরানী' শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নারী জাগরণের পথিকৃৎ নওয়াব ফয়েজুন্নেসাকে খণ্ডিতভাবে মূল্যায়ন করলে চলবে না। তাকে সামগ্রিকভাবে মূল্যায়ন করতে হবে। তাকে যথার্থ মূল্যায়নের মাধ্যমেই আমরা আত্দসম্মান ও আত্দমর্যাদা ফিরে পাব।
গতকাল সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াব ফয়েজুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মাহফুজুল হক। প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, লেখক সাদিয়া ইসলাম, ব্যাংকার ইরতেজা রেজা চৌধুরী এবং 'নারী শিক্ষার অগ্রদূত নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরানী' গ্রন্থের লেখক এস এম ইলিয়াস।
বক্তারা বলেন, নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরানী ধার্মিক ও মানবতাবাদী ছিলেন। তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে বড় সমাজ সংস্কারক। নবজাগরণের মাধ্যমে তার আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারা বলেন, তিনি নিদারুণ কষ্টে, প্রতিকূল পরিবেশে পড়ালেখা করেছেন।
নিজের চেষ্টায় নারী শিক্ষার ক্ষেত্রে এ দেশের মানুষের কাছে উজ্জ্বল আদর্শ হয়ে রয়েছেন। তার অসামান্য কীর্তিকে বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।