আমাদের কথা খুঁজে নিন

   

শামসুদ্দীন নওয়াব কি খুব বাজে লেখক?



সেবার শামসুদ্দিন নওয়াবকে নিয়ে নেটে ঘাটতে গিয়ে দুই ধরণের থিওরির খোজ মিলল। ১/ কাজী আনোয়ার হোসেনই নাকি শামসুদ্দিন নওয়াব। ২/ সেবার লেখকদের মধ্যে যাদের লেখার হাত খারাপ, তারা তাদের লেখা শামসুদ্দিন নামের ব্র্যান্ডিংয়ে চালাবার চেষ্টা করে। এ কারণেই নাকি তিন গোয়েন্দার একেকটা লেখা একেক শামসুদ্দিনের। আবার জুল ভার্ন সিরিজের বাংলা করেছে যে, সে নাকি অন্য লেখক। এরা সবাই-ই তাদের অক্ষমতাকে ঢাকার জন্য 'শামসুদ্দিন নওয়াব' ছদ্মনামের আশ্রয় নেয়! সব কিছুই মানলাম। কিন্তু শামসুদ্দিন নওয়াব বাজে লেখক, এটা মানতে পারলাম না। কিশোর উপন্যাস সিরিজে কাজিদার অতি জঘন্য লেখনীর যে পরিচয় পেয়েছি, আর হালের তিন গোয়েন্দা সিরিজে রকিব হাসান যে গাঁজাখুরি লিখছে, সে তুলনায় শামসুদ্দিন ছদ্মনামে গল্প লেখা লেখকেরা অনেক অনেক ভালো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।