ঈশ্বরই জ্ঞান , জ্ঞানই আত্মা। মানুষ মাত্রই জ্ঞানী। আমি মানুষ,আমার ঔরসে জন্মায় দেবতার কারিগর।
কচ্ছপ বা হাতি বাঁচে প্রায় ১০০ বছর । বাঘ, সিংহ , চিতা বাঁচে ১৫ - ১৭ বছর ।
যে যোগ্য সেই টিকে থাকে এটা প্রকৃতির নিয়ম । এখন ভাবার বিষয় , টিকে থাকা কি ? বা তোমার কাছে টিকে থাকার সংজ্ঞা কি ? যখন মানুষের প্রকৃতিতে টিকে থাকা সম্পূর্ণ আয়ত্তে ।
যে কোনভাবেই দ্রুত জয়ী হওয়া অথবা জয়ের জন্য অপেক্ষা করা । এক গ্লাসের অর্ধেক পানি । তুমি কিভাবে দেখো ? অর্ধেক গ্লাস পানি অথবা অর্ধেক গ্লাস খালি ।
যেখানে উভয়ই সত্য ।
দাবা খেলা আর মানুষের জীবন এর মধ্যে একটি মিল , দুটিই বেশ জটিল । পার্থক্য দাবাতে হাতি , ঘোড়া ,মন্ত্রি , রাজা ,নৌকা , সৈন্য আছে কিন্তু মানুষের জীবনে একটাই গুটি "মন্ত্রী" যার যেদিকে যেভাবে খুশি খেলো ।
পথ তোমার এবং পথ চলাও ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।