ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ তে পৌঁছেছে। বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রাইলসের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান সত্ত্বেও বিক্ষোভকারীরা রাজধানী কারাকাসের রাস্তায় রাস্তায় বেরিকেড স্থাপন করেছে। রাস্তায় ময়লা আবর্জনার স্তূপ তৈরি করে আগুন দিয়েছে। চলমান সহিংসতা দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে।
দেশটির সরকার জানায়, বিক্ষোভ ঘিরে ইতোমধ্যে ৫২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এদের বেশির ভাগকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ৪৫ জনকে আটক রাখা হয়েছে। ১৫০ জনের মতো আহত হয়েছে বলেও সরকার জানায়।
বিক্ষোভকারী এক ছাত্র বলেন, ‘আমরা জানি যে আমাদের কাজে জনগণ বিরক্ত হচ্ছে তবে আমরা অবশ্যই ভেনেজুয়েলাকে জাগাতে চাই। ’ কট্টরপন্থী ছাত্র বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবি করে আসছেন। তার ক্ষমতার মেয়াদের অর্ধেকেরও কম সময়ে এ দাবি উঠছে।
তবে হেনরিক ও বিরোধী নেতারা আটককৃত বিক্ষোভকারীদের নেতা লিওপলডো লোপেজ এবং এক ডজন ছাত্র বিক্ষোভকারীদের মুক্তি দাবি করছেন। সে সঙ্গে তারা চান সরকারপন্থী গোষ্ঠিগুলো অস্ত্রমুক্ত হোক এবং মাদুরো যাতে সন্ত্রাস ও মৌলিক খাদ্য ঘাটতির যথাযথভাবে মোকাবেলা করে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।