ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। রবিবার কার্নিভালের ছুটির মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিন বিরোধী দলের এক হাজারের বেশি সমর্থক কারাবন্দি নেতা কর্মীদের মুক্তির দাবিতে কারাকাসে মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। কিন্তু কারাকাসের শিল্পাঞ্চল হিসেবে স্বীকৃত কাল্লাও ও আলতামিরা এলাকায় পুলিশ মিছিলকারীদের বাঁধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভেনেজুয়েলায় গত তিন সপ্তাহের রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। তখন বিরোধী দলের প্রধান নেতা লেওপোলদো লোপেজসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।
এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার বিরুদ্ধে বিক্ষোভ এড়াতে আগেভাগে ঐতিহ্যবাহী কার্নিভাল উৎসবের ছুটি ঘোষণা করেছিলেন। তিনি তাদের শান্তি ও আনন্দের সঙ্গে এই ছুটি উপভোগ করার আহ্বান জানিয়েছিলেন।
তারপরও বিক্ষোভ এড়াতে পারলেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।