আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ ৮.১-এ ফিরছে ‘স্টার্ট’ বাটন

উইন্ডোজ ৮.১-এ ‘স্টার্ট’ বাটন ফিরিয়ে আনছে মার্কিন সফট জায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট ‘দি ভার্জ’ জানিয়েছে, উইন্ডোজ ক্রেতাদের সুবিধার জন্য উইন্ডোজ ৮-এর নতুন আপডেট উইন্ডোজ ৮.১-এ ‘স্টার্ট’ বাটনটি ফিরিয়ে আনছে প্রতিষ্ঠানটি।
২০১২ সালের শেষের দিকে বাজারে এসেছিল বহুল ব্যবহৃত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ৮।  উইন্ডোজ ৮-এ স্টার্ট বাটনের অনুপস্থিতি এবং মেট্রো স্টার্ট স্ক্রিন বিভ্রান্তির কারণ হচ্ছিল ব্যবহারকারীর। এ কারণেই উইন্ডোজ ৮.১-এ ফিরছে স্টার্ট বাটনটি।
তবে উইন্ডোজ ৮.১-এর স্টার্ট বাটন থেকে কেবল স্টার্ট স্ক্রিনেই ঢোকা যাবে, স্টার্ট মেন্যুতে নয়। আর লগইনের সময় মেট্রো স্টার্ট স্ক্রিন এড়াতে চাইলে আছে পুরনো ডেস্কটপে বুট করার অপশন।
এককভাবে স্টার্ট বাটনটি খুব একটা গুরুত্বপূর্ণ মনে না হলেও ডেস্কটপে বুট করার অপশন অনেক ব্যবহারকারীর জন্যই সহজ হবে। ব্যবহারকারীদের অপরিচিত উইন্ডোজ ৮-এ পুরনো অপারেটিং সিস্টেমের অনুভূতি পেতে সাহায্য করবে এই অপশনটি, বলেছেন ভার্জ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.