মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। আগাপাশতলা না ভেবে শুধুমাত্র নিজের ঘরের, নিজের চৌহদ্দির খবর বলাটাতে সমস্যা নেই। এখন আপনি যদি দুনিয়ার খবরাখবর শেয়ার করেন তার সত্যতা যাচাই না করে, তাহলে তো ভাই অবস্থা কেরোসিন।
আজকাল বড় বড় নেতা, পাতি নেতারাও ফেবু- ব্লগে প্রাপ্ত খবর কে সোর্স হিসেবে উল্লেখ করেন। ভালোই। কিন্তু, অনেকে আছে যারা খবর এক লাইন পইড়া ১০০০ লাইনের পোস্ট দেয়। পড়লে মনে হয় সত্যের আখড়া, আসলে তাতে আপনি হয়ে যান কুরবানির বখরা।
মনে করেন একজন সকালে উইঠা টিভি দেখছে, স্ক্রল বারে হটাৎ নিউজ।
"আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আজ সকাল ১০ টায় ধর্ষণ; ........."
এটুকু পড়েই সে আল্লার রহমতে আর দেরি করলো না। ফেবুতে এবং ব্লগে সবার আগে এই ব্রেকিং নিউজ পোস্টাইতে হবে তার। ২০০০ মিটার পার সেকেন্ডে সে পোস্ট দিল-
"...আম্ব্রিকার নারীলোভী, শয়তান, ভালো মানুষের মুখোশের আড়ালে ভণ্ড লম্পট প্রেসিডেন্ট বারাক ওবামা আজকে সকাল দশটায় ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে অভিশংসনের ব্যাবস্থা নেয়া হচ্ছে। ধর্ষণ কালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
আমি বাংলাদেশ সরকারের নিকট তার ফাঁসির দাবী জানাচ্ছি। ..."
ব্যাস, এইটা নিয়া এবার বাংলাদেশ তোলপাড়!!!!
আরে ভাই পুরা নিউজ টা দেইখা উঠতি......
"আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আজ সকাল ১০ টায় ধর্ষণ বিরোধী সচেতনতামূলক সেমিনারে তার মুল্যবান বক্তব্য রেখেছেন। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।