আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : ধর্ষণকারী ইমাম এবং রাজউকের অধ্যক্ষ

মানুষ মানুষের জন্য আসলে বাঙালির দুইটা মাত্র অনুভূতি খুব পোক্তা, একটা যৌনানুভূতি, আরেকটা ধর্মানুভূতি। তবে যৌনানুভূতিটা প্রখর হলেও জানপ্রাণ দিয়ে কপটভাবে ওটা আড়াল করে রাখে, আর ধর্মানুভূতিটা ভোঁতা হলেও ছুঁতা পেলেই ওটার উৎকট প্রকাশ ঘটায়। অনলাইনে বসেই মেজাজ খারাপ হয়ে গেল । প্রথম রাজউকের বোরখা নিয়ে ঘটনাটা । কিছু ছাগু না বুঝেই সেইটা নিয়ে খুইব লাফালাফি করছে ।

কেউ কেউ তার কল্লা কতলের কথাও বলছে । কিন্তু ধর্ষণের এই খবরটার ব্যাপারে ছাগুদের কোন প্রতিক্রিয়া দেখতে পারছি না । খবরটি পড়ুন শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীবাড়ি উপজেলায় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধামারন জামে মসজিদের ইমাম আবরারুল হককে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগুলী গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।

শিশুটি স্থানীয় ধামারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। টঙ্গীবাড়ি থানার ওসি শহিদুল ইসলাম বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মসজিদে আরবি পড়তে গেলে আবরারুল ওই শিশুটিকে মসজিদের পাশে তার থাকার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার শুনতে পেয়ে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় এক হাসপতালে ভর্তি করা হয়। এ সময় ধর্ষক ইমাম আবরারুলকে জুতাপেটা করে এলাকাবাসী পুলিশে সোর্পদ করে বলেও জানান তিনি।

এই ঘটনায় শিশুটির নানা আব্দুল গনি ঢালী টঙ্গীবাড়ি থানায় একটি মামলা করেছেন। মূলখবর এই ইমামের ফাঁসী চাইছি । সেই সাথে ওই শিক্ষকের নিরাপত্তা দাবী করছি । ফেসবুকে পাওয়া একজনের কমেন্ট দিয়ে শেষ করছিঃ "আজ থেকে ২ দিন আগের ঘটনা। ঘটনা আমি জেনে বলছি ।

মাথা থেকে পা পর্যন্ত বোরকা পড়তে উনার(অধ্যক্ষ) আপত্তি ছিলো,উনি বলেছেন "এতে কলেজের ইউনিফর্ম দেখা যায় না সব স্টুডেন্টদের মাঝে তাদের ওড দেখায় যদিও পড়ে তাহলে কামিজ যতটুকু ওতটুকু পড়লেও তার কোন আপত্তি ছিলো না"। কিন্তু কে শুনে কার কথা তারা টিভি চ্যানেল দিগন্ত সহ নিয়ে কলেজে হাজির। আমার কথা হইতাছে এতই পর্দানেশী হলে গার্লস কলেজে কিংবা মাদ্রাসাই পড়লেই হতো। এখানে এসে এতো নাটকবাজী করার দরকার কী ছিলো। আর প্রত্যেকটা স্কুলের রুল রেগুলেশন থাকে।

। অধ্যক্ষ অত্যন্ত মুক্তমনা এবং যথেস্ট ভালো মানুষ। আসলে বাঙালির দুইটা মাত্র অনুভূতি খুব পোক্তা, একটা যৌনানুভূতি, আরেকটা ধর্মানুভূতি। তবে যৌনানুভূতিটা প্রখর হলেও জানপ্রাণ দিয়ে কপটভাবে ওটা আড়াল করে রাখে, আর ধর্মানুভূতিটা ভোঁতা হলেও ছুঁতা পেলেই ওটার উৎকট প্রকাশ ঘটায়। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।