২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত চেলসির জার্সিতে তিনটি প্রিমিয়ার লিগসহ মোট ১২টি শিরোপা জিতেছেন দ্রগবা। ২০১১-১২ মৌসুমে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিক দলকে হারিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়েও মূল কারিগর ছিলেন আইভরি কোস্টের এই স্ট্রাইকার। কিন্তু এরপরই চেলসির সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাওয়ায় স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যান দ্রগবা।
চেলসির হয়ে ৩৪১ ম্যাচ খেলে ১৫৭টি গোল করা দ্রগবাই এখন কোচ জোসে মরিনিয়োর মূল চিন্তা। ২০০৪ থেকে ২০০৭ মৌসুমে চেলসির কোচ ছিলেন জোসে মরিনিয়ো।
ঐসময় শুধু দ্রগবাই নয়, দলটির সব খেলোয়াড়ের কাছেই মরিনিয়ো ছিলেন ‘প্রিয় গুরু’র মতো। মরিনিয়োর কাছেও দ্রগবা ছিলেন প্রিয় শিষ্য। এই লড়াইটা তাই মরিনিয়োর কাছেও কিছুটা আবেগের।
“দ্রগবার বিপক্ষে খেলাটা এক আশ্চর্য অনুভূতির- অবশ্যই আমাকে তা স্বীকার করতে হবে। কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে।
আমি চাই, আমার দলকে সাহায্য করতে তেমনি সে চায় গোল করতে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।