ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাজারে এসেছে তরুণ সুরকার, সংগীত পরিচালক ও গায়ক মশিউর বাপ্পীর দ্বিতীয় একক 'শ্রাবণ ভালোবাসা'। রোমান্টিক ৯টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গান লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বেকীন, সেজুল হোসেন, লুৎফর হাসান ও সাজ্জাদ রাফি। সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মশিউর বাপ্পী। মশিউর বাপ্পী বলেন, খুব ছোটবেলা থেকেই মায়ের কাছে গান শেখা।
১২ বছর বয়সে কি-বোর্ড হাতে নিই। আর গিটারের সঙ্গে পরিচয় কলেজে উঠে। আমার নেশাই ছিল একজন সংগীত পরিচালক হওয়া। পাশাপাশি গানতো গাইবই। ২০১০ সালে আমার প্রথম একক 'স্বপ্নলোক' প্রকাশ হয় সংগীতার ব্যানারে।
এ পর্যন্ত আমার সংগীত পরিচালনায় বাজারে গান প্রকাশ হয়েছে প্রায় ৪০টির মতো। 'শ্রাবণ ভালোবাসা' আমার দ্বিতীয় অ্যালবাম। খুব যত্ন নিয়ে কাজ করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।